নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান – কালনার রাখির প্রশংসা সীমাবদ্ধ নয় কেবল বাংলায়। ভারতের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে কালনার বিখ্যাত রাখি। এমনকি বাংলার এই রাখি পাড়ি দিচ্ছে বিদেশেও। এবছরও রাখিবন্ধন উৎসব উপলক্ষ্যে রাজ্য সরকারের যুবকল্যাণ দফতরের কাছ থেকে ৬.৫ লক্ষ রাখির বরাত পেল কালনার উইভার্স আর্টিজেন্ট ওয়েলফেয়ার সোসাইটি। এবছরের বিশেষ আকর্ষণ ‘জয় বাংলা’ রাখি। স্বাভাবিকভাবেই খুশির মেজাজে রাখি শিল্পীরা।
কালনার রাখি শিল্প হয়ে উঠেছে বাংলার গর্ব। ছোট বড়ো মাপের রাখি তৈরির কারখানা গড়ে উঠেছে কালনায়। পুরুষেরা যুক্ত থাকলেও এই শিল্পের মূল চালিকাশক্তি মহিলারাই। তাদের তৈরি রাখি একটু অভিনব, তাতে নেই কোনো কেমিক্যাল অর্থাৎ রাখি গুলি ‘পরিবেশবান্ধব‘। প্রত্যেকবছরই রাজ্য সরকারের তরফ থেকে রাখির অর্ডার আসে কালনায়। আর এই মুহূর্তের অপেক্ষায় থাকেন হাজারো শিল্পী কারণ সরকারি রাখিতে পাওয়া মজুরির পরিমান স্বাভাবিকভাবেই বেশি। বেশকিছু রাখির স্যাম্পল সরকারি দফতরে পাঠানো হলে তার মধ্যে দুটি স্যাম্পল সিলেক্ট হয়। তারপরই জোর কদমে কাজ শুরু করেছেন শিল্পীরা। আগষ্টের শেষ সপ্তাহেই ডেলিভারি দিতে হবে।
উইভার্স আর্টিজেন্ট ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি বলেন, ‘এখানে সারাবছর রাখি তৈরির কাজ চলে। এই কাজের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। কালনার রাখি কেবল বাংলায় নয়, এবছর পাড়ি দিয়েছে লাদাখেও। বিদেশেও পৌঁছে যায় কালনার রাখি’।
উইভার্স আর্টিজেন্ট ওয়েলফেয়ার সোসাইটির ডিজাইনার সুরজিৎ সরকার বলেন, ‘এ বছরের মূল আকর্ষণ রাধাকৃষ্ণ রাখি। তাছাড়াও ময়ূর ডিজাইনের পেখমহীন এবং পেখমযুক্ত রাখিও রয়েছে। রাজ্য সরকারের জন্য তৈরি হয়েছে ‘জয় বাংলা’ লেখা বিশেষ রাখি’।