23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    সেপ্টেম্বরে কোন রেশন কার্ডে কত রেশন মিলবে? জেনে নিন এই প্রতিবেদনে-

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা – আমাদের দেশে গরিব ও মধ্যবিত্ত মানুষের কাছে রেশন কার্ড খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মূলত দেশের এই মানুষ গুলো যাতে তাদের নূন্যতম চাহিদা অনুযায়ী খাদ্য সামগ্রী পেয়ে থাকেন তার জন্য চালু করা হয়েছে এই ব্যবস্থা। এই মর্মে বিভিন্ন ধরনের রেশন কার্ডও রয়েছে। আর কার্ডের ধরন অনুযায়ী খাদ্য সামগ্রীও বরাদ্দ করা রয়েছে। সেই অনুযায়ী খাদ্য সামগ্রী বরাদ্দ করে পাঠানো হয় রেশন ডিলারদের কাছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে সরকারের তরফ থেকে রেশন সম্পর্কে তালিকা প্রকাশ করা হয়েছে।

    আসলে অনেক সময় উপভোক্তাদের কাছ থেকে রেশন কার্ডে বরাদ্দ পরিমাণের তুলনায় কম রেশন সামগ্রী দেওয়ার অভিযোগ আসে। তাই যাতে গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকে সেই কারনে প্রতিমাসে উপভোক্তারা কত পরিমাণ খাদ্য সামগ্রী পাবেন তার তালিকা প্রকাশ করা হয়। সেই মতো সেপ্টেম্বরেও তালিকা প্রকাশ পেল। এই প্রতিবেদনে সেই সব সম্পূর্ণ তথ্য দেওয়া হল আপনাদের সুবিধার্থে।

    ১) RKSY-I : এই ধরনের রেশন কার্ড যাদের রয়েছে তারা বিনামূল্যে প্রতি কার্ড ৫ কেজি করে চাল পাবেন। অর্থাত্‍ আপনার পরিবারে যদি ৪ জনের এই কার্ড থাকে তাহলে এই মাসে মোট ২০ কেজি চাল পাবেন আপনার পরিবার।

    ২) RKSY-II : এই ক্যাটাগরির রেশন কার্ডের আওয়াভুক্তরা সবচেয়ে কম পরিমাণ রেশন সামগ্রী পেয়ে থাকেন। এই কার্ডের উপভোক্তাদের রাজ্য খাদ্য দপ্তরের পক্ষ থেকে এইমাসে মাথাপিছু ২ কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হচ্ছে।

    ৩) PHH ও SPHH : এই দুই ধরনের রেশন কার্ড যাদের রয়েছে তারা এই মাসে মাথাপিছু ৩ কেজি করে চাল, ১.৯ কেজি করে আটা বা ২ কেজি করে গম বিনামূল্যে পাবেন।

    ৪) AAY : এই রেশন কার্ডের গ্রাহকরা সবচেয়ে বেশি পরিমাণ রেশন সামগ্রী পেয়ে থাকেন। এই কার্ড রয়েছে এমন ব্যক্তিদের এই মাসে পরিবার পিছু ২১ কেজি চাল, ১৩.৩০০ কেজি গম একেবারে বিনামূল্যে পেয়ে যাবেন। অন্যদিকে চিনি কিনতে চাইলে ১৩.৫০ টাকা কেজি দরে চিনি পাবেন।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img