নিজস্ব প্রতিনিধি , মুম্বাই – বলিউডে কান পাতলে এখনও শোনা যায় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার কথা। সুশান্তের মৃত্যুর পর থেকেই বলিউডে সবচেয়ে বিতর্ক নামের মধ্যে অন্যতম নাম রিয়া চক্রবর্তী। অভিনেতার আত্মহত্যার পর রিয়া চক্রবর্তীকে দোষী বানিয়ে ছেড়েছিলেন সকলে। অভিনেতার পরিবারের পক্ষ থেকেও একের পর এক এফআইআর দায়ের করা হয়। তবে সেসব বিতর্ক দূরে সরিয়ে সুশান্তকে ভুলে নতুন প্রেম করছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী।
সুশান্তের মৃত্যুর পর মাঝে কেটে গেছে প্রায় অনেকগুলি বছর। স্বাভাবিক ছন্দে ফিরেছেন অভিনেত্রী। সম্প্রতি এমটিভির জনপ্রিয় শো ‘রোডিজ সিজন ১৯’ গ্যাং লিডারের ভূমিকায় দেখা যাচ্ছে। তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘চেহরে’। গত সোমবার ভাইয়ের জন্মদিনে শুভেচ্ছা ছবি পোস্ট করার পর পর নেটিজেনদের তীব্র কটাক্ষের মুখে পড়েছিল রিয়া চক্রবর্তী।
সূত্রের খবর , অভিনেতা সুশান্ত সিংকে ভুলে বান্টি সচদেবের সঙ্গে কিছুদিন প্রেম করেছিলেন রিয়া চক্রবর্তী। তবে এখন বান্টি সচদেবের সঙ্গে সম্পর্কে নেই অভিনেত্রী। তার বদলে নতুন প্রেম করছেন রিয়া। নতুন প্রেমিক শিল্পপতি নিখিল কামাত। যিনি প্রাক্তন মিস ইউনিভার্স (২০১৭) মানুষী চিল্লারের প্রাক্তন প্রেমিক। তারা একে অপরকে সোশ্যাল মিডিয়ায় ফলোও করেন। এই সবকিছুর মধ্যেই নতুন প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে।
এও শোনা যাচ্ছে লিভ ইন রিলেশনে আছেন রিয়া-নিখিল। কিন্তু এ বিষয়ে কোনো মন্তব্য করেননি রিয়া-নিখিল। প্রসঙ্গত সুশান্ত সিং রাজপুতের সঙ্গেও লিভ ইন রিলেশনে ছিলেন অভিনেত্রী। সুশান্তের মৃত্যুর পিছনে তার হাত রয়েছে বলেও অভিযোগ আসে। মাদক মামলায় জড়িয়ে জেলেও যেতে হয় তাকে। পরে রিয়া জামিনে মুক্তি পান রিয়া চক্রবর্তী।