23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    চক্রবর্তী পরিবারে আসছে নতুন অতিথি , ঋদ্ধিমাকে সর্বক্ষণ চোখে হারাচ্ছে গৌরব

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ঋদ্ধিমাগৌরব। প্রথমে প্রেম তারপর বিয়ে সকলেরই জানা। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘আবার প্রলয়‘ সেখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন গৌরব চক্রবর্তী। তবে সিনেমা জগৎ এবং পরিবার দুইদিক সমানভাবে সামলাচ্ছেন অভিনেতা। কারণ মা হতে চলেছেন অভিনেত্রী ঋদ্ধিমা। তার দেখাশোনা পাশে পাশে থাকা সবটাই খেয়াল রাখছেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্প নিয়ে একাধিক পোস্ট সামনে এসেছে।

    কখনও কখনও তার প্রেগনেন্সি ক্রেভিংয়ের কথাও শেয়ার করেছেন। সাদা পোশাকে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন,”যখন আনন্দ ভিতর থেকে ‘কিক’ মারে”। বর্তমানে পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন অভিনেত্রী। চলতি মাসেই অর্থাৎ সেপ্টেম্বর মাসেই চক্রবর্তী পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। গত সপ্তাতেই নিয়ম মাফিক নয় মাসের সাধ খেয়েছেন অভিনেত্রী। দুই পরিবারের সকলেই উপস্থিত ছিলেন। ডিপ গোলাপী শাড়ি এবং গা ভর্তি গহনায় সেজেছিলেন গৌরব ঘরণী।

    কিভাবে গৌরব তার খেয়াল রাখছেন সে প্রশ্ন করায় ঋদ্ধিমা জানান,”‘সত্যি বলতে আমার জন্য অনেক কিছু করছে। খুব খেয়াল রাখছে আমার। ভীষণভাবে যত্ন নিচ্ছে। এই যে সবসময় আমার পাশে আছে, এটাই আমার সবচেয়ে বড় শক্তি”। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img