নিজস্ব প্রতিনিধি , দিল্লি – গতকালই তীব্র বিতর্ক তৈরি করে স্যান্টার্ড ম্যাপ প্রকাশ করেছে চীনের মিনিস্ট্রি অব ন্যাচারাল রিসোর্স বা প্রাকৃতিক সম্পদ মন্ত্রক। যেখানে ভারতের অন্যতম বিতর্কিত জমি অরুণাচল প্রদেশ সহ আকসাই চীনের বিস্তর জমি নিজেদের বলে দাবি করে চীনা প্রশাসন। তবে এই ম্যাপ প্রকাশের ১ ঘন্টার মধ্যেই চীনকে তুলধোনা করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সঙ্গে এটাই মনে করিয়ে দিলেন চীনকে , যে এটা তাদের পুরোনো অভ্যেস। কিন্তু এটা পুরোনো ভারত নয়।
এদিন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘মানচিত্রে চীন যে ভূখন্ড তাদের বলে দাবি করেছে , তা কোনদিনই ওদের নয় , কোনোদিন ওদের হতেও পারে না। এটা ওদের পুরনো অভ্যাস। অন্যের সম্পত্তি দখল করা। ভারতের অংশ ওদের মানচিত্রে দেখানোয় কিছুই বদলে যাবে না। আমাদের ভূখন্ড সম্পর্কে আমাদের জ্ঞান রয়েছে। ভারতের জমি নিজেদের বলে দাবি করলে কখনও ভারতের জমি ওদের হয়ে যাবে না। চীন ভুলে যাচ্ছে এটা নতুন ভারত। আগের মতো নেই। ভারত তার ভূখন্ডে কোন হানাদারকে প্রবেশ করতে দেবে না। আর কেউ তা চেষ্টা করলে ভারত নিজের ভুখন্ড রক্ষা করতে তৈরি আছে’।
উল্লেখ্য , গতকাল প্রকাশিত চীনের মিনিস্ট্রি অব ন্যাচারাল রিসোর্স বা প্রাকৃতিক সম্পদ মন্ত্রকের ওয়েবসাইটে প্রকাশিত মানচিত্রে দেখা যাচ্ছে ভারতের অরুণাচল প্রদেশ ও আকসাই চীনের ভূখন্ড রয়েছে চীনের দখলে। পাশাপাশি গোটা দক্ষিণ চীন সাগর ও তাইওয়ানকেও নিজেদের অংশ বলে দাবি করেছে বেজিং। এমনকি অরুণাচল প্রদেশকেও দক্ষিণ তিব্বত বলে দাবি করছে চীন। তবে ভারতের পক্ষ থেকে এস জয়শঙ্কর শুধুমাত্র মৌখিক ভাবে জবাব দিলেও এখনো পর্যন্ত লিখিত কোনো বার্তা চীনকে দেওয়া হয়নি।