23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    উদ্বোধনে আসতে পারেন শাহ , মুখ্যমন্ত্রীর পুজো অনুদান প্রত্যাখ্যান সন্তোষ মিত্র স্কোয়ারের

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – দরজায় কড়া নাড়ছে বাংলীর সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। আর তাই পুজো কমিটি‌ গুলিও লেগে পড়েছে কাজে। গতকাল পুজো কমিটির সঙ্গে বৈঠকও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে পুজো কমিটিগুলিকে ৭০ হাজার করে অনুদান দেবার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তবে এবার তা ফিরিয়ে দিল সন্তোষ মিত্র স্কোয়ার। এই কমিটির প্রধান উদ্যোক্তা হলেন বিজেপি সজল ঘোষ।

    বুধবার ফেসবুকে একটি পোস্ট করে রাজ্য সরকারের অনুদান না নেওয়ার কথা লেখেন সজল ঘোষ। লিখেছেন, “মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ যে তিনি ইমাম ভাতা এবং পুরোহিতদের ভাতা বাড়িয়েছেন। দুর্গা পুজোর জন্য পুজো কমিটিগুলির অনুদান বাড়িয়েছেন। তবে সন্তোষ মিত্র স্কোয়ার সেই অনুদান ফিরিয়ে দিল।”

    প্রসঙ্গত , পুজো কমিটির গুলোর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী কারোর অজানা নয়।‌ এবার সেই দ্বন্দ্ব একেবারেই প্রকাশ্যে। কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো মন্ডপ হল সন্তোষ মিত্র স্কোয়ার। প্রতিবছরই দর্শকের হুড়োহুড়ি পড়ে যায় এই পুজো মন্ডোপে। গত এই পুজো কমিটি আজাদি কি মহোৎসবের আদলে মন্ডোপ সাজিয়েছিল। এবার তা করা হচ্ছে অযোধ্যার রাম মন্দিরের আদলে। শোনা যাচ্ছে এবার পুজো উদ্বোধনে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img