23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ক্রেজেই কুপোকাত , জাওয়ানের সামনে রণেভঙ্গ দিলো সালার

    নিজস্ব প্রতিনিধি , মুম্বাই – প্রভাসের বাহুবলী সিনেমার পর থেকে গোটা দেশজুড়ে শুরু হয় দক্ষিণী ছবির রমরমা। এরপর একের পর এক হিট সিনেমা দেয় দক্ষিণী ইন্ডাস্ট্রি। বক্স অফিসে তাদের সিনেমারই ঝড় তুলেছিল। বলিউড নানা বিতর্কে পিছিয়ে পড়ে সেই সময়। কিন্তু চার বছর পর কিং খানের কামব্যাক বলিউডকে নতুন আশা দেখিয়েছে। বছরের শুরুতে ‘পাঠান‘- এর রেকর্ড সবাইকে চমকে দিয়েছিল। ১০০০ কোটির ওপর ব্যবসা করেছিল পাঠান। যা বছরের সব আয়করী সিনেমা। ছয় মাস পর ‘জাওয়ান’- এর ক্ষেত্রেও কিছুটা এক বলা চলে বা তার চেয়েও বেশি। কারণ শাহরুখের এই জাওয়ান নিয়ে গোটা বিশ্ব জুড়ে তৈরি হয়েছে ক্রেজ। আর সেই কারণেই পিছিয়ে গেল প্রভাসের ছবি ‘সালার: পার্ট ওয়ান— সিজ়ফায়ার’।

    আদিপুরুষ‘- ও তেমন ভাবে বক্স অফিসে জায়গা করে নিতে পারেনি। তারপর আগামী ২৮ শে সেপ্টেম্বর প্রশান্ত নীলের পরিচালনায় এবং হম্বেল ফিল্মসের প্রযোজনায় মুক্তি পেতে চলেছিল ‘সালার: পার্ট ওয়ান— সিজ়ফায়ার’। কিন্তু শাহরুখ খানের ‘জাওয়ান’- এর দাপটে পিছু হাটল প্রভাসের ছবি। সূত্রের খবর , ‘জওয়ান’ নিয়ে অনুরাগীদের মধ্যে অনেক উদ্দীপনা আছে। সেই সব বুঝেই পেছানো হয়েছে প্রভাসের ছবির মুক্তির তারিখ। কিন্তু এখনও পর্যন্ত পাকাপাকিভাবে কোন তারিখ জানানো হয়নি। তবে সিনেমার রিলিস ডেট পেছানের জন্য কিছুটা ক্ষুব্ধ হয়েছেন পরিচালক। এও শোনা যাচ্ছে বছরের শেষে মুক্তি পাবে ‘সালার’।

    ‘বাহুবলী’র পর প্রভাসের তেমন কোনো ছবিই বক্স অফিসে ঝড় তুলতে পারেনি। ক্যারিয়ারে বেজায় খারাপ সময় যাচ্ছে তার। একের পর এক ব্যর্থতা। ‘সালার’ ছবির প্রথম লুক প্রকাশ্যে আসতেই ফের ট্রলের মুখে পড়েছেন তিনি। এদিকে অগ্রিম বুকিং শুরু হতেই প্রায় কোটি কোটি টাকা ব্যবসা করেছে ‘জাওয়ান’। তাহলে কি সেই ভয়েই এমন সিদ্ধান্ত ‘সালার’ টিমের?

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img