23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    অর্থনীতিতে স্নাতক , ইন্টারশিপেই সৌরভ কন্যার স্যালারি শুনলে চোখ কপালে উঠবে আপনার

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – বাংলা তথা গোটা ভারতের গর্ব সৌরভ গাঙ্গুলি। তার স্ত্রী ডোনা গাঙ্গুলি অন্যতম ওডিশি নৃত্যশিল্পী। তাদের কন্যা সানা গাঙ্গুলি গত বুধবার অর্থনীতিতে স্নাতক পাশ করলেন। সারা বিশ্বের অন্যতম ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে স্নাতক পাশ করলেন। সৌরভ ও ডোনা দুজনেই বুধবার সমাবর্তন অনুষ্ঠান উপস্থিত ছিলেন।

    সমাবর্তন অনুষ্ঠানের পরবর্তী সময়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মেয়ের সম্বন্ধে গর্ববোধ করেছেন সৌরভ ও ডোনা। লরেটো স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করে। তিন বছরের জন্য অর্থনীতিতে স্নাতক করতে লন্ডন যান সানা।

    স্নাতক পাশ করবার আগেই বিশ্বের সেরা মাল্টিন্যাশন্যাল কোম্পানি পিডব্লুসিতে ইন্টারশিপ করেন। গত বছর জুনে থেকে নভেম্বর মাস পর্যন্ত ইন্টারশিপ করেছিলেন। ইন্টারশিপ করার সময় মাসে আড়াই লক্ষ টাকা বেতন পেতেন সানা গাঙ্গুলি।

    বর্তমানে জুন মাস থেকে বিশ্বের অন্যতম কনসাল্টিং ফার্ম ডেলোয়েটে ইন্টারশিপ শুরু করছেন সানা। এই কোম্পানিতে মাসে প্রায় ১ লক্ষ ৯৪ হাজার টাকা বেতন দিয়ে থাকেন ইন্টার্নদের। পড়াশোনার পাশাপাশি একই ভাবে কাজও করে চলছেন সৌরভ কন্যা সানা।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img