নিজস্ব প্রতিনিধি , বীরভূম – স্কুল পড়ুয়াদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই ১ নম্বর ব্লকের ভাদীশ্বর সি.বি.রায় প্রাইমারি স্কুলে। বিদ্যালয়েরই এক শিক্ষকের বিরুদ্ধে স্কুলের বাচ্চাদের মারধরের অভিযোগ উঠেছে। অন্তত ৪০ জন বাচ্চাকে মারা হয়েছে বলে খবর। এই খবর জানাজানি হতেই অভিভাবকরা স্কুলে ছুটে যায় এবং চড়াও হয়। রণক্ষেত্র হয়ে ওঠে বিদ্যালয় চত্বর। সব মিলিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।
সূত্রের খবর, এদিন অন্যান্য দিনের মতোই স্কুলে আসে পড়ুয়ারা। ক্লাসও চালু হয়। তবে এর মধ্যেই কিছু বাচ্চা ক্লাসের মধ্যে চিৎকার করতে শুরু করে। ঠিক তখনই চিত্তরঞ্জন মন্ডল নামে এক শিক্ষক ক্লাসে এসে অন্তত ৪০ জন ছাত্রকে বেধড়ক মারধর করে। প্রত্যেকের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এই খবর অভিভাবকরা ছুটে আসে স্কুলে। তারা রীতিমত স্কুল ঘেরাও করে।
তাদের অভিযোগ , ওই শিক্ষক স্কুলে মদ্যপান করে আসে। পড়াশোনার করানোর নামে বাচ্চাদের মারধর করে। খবর দেওয়া পুলিকেও। পুলিশ উপস্থিত হলে গাড়ি আটকে বিক্ষোভ দেখায় অভিভাবকেরা। রণক্ষেত্রের চেহারা নেয় ওই বিদ্যালয় চত্বর। ইতিমধ্যেই পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
তবে এই ঘটনার বিষয়ে এক অভিভাবক জানান, প্রায় ৩০-৪০ জনকে ছাত্র ছাত্রীকে মেরেছে ওই শিক্ষক। মেরে দাগ তুলে দিয়েছে। আমরা জেনেছি যে ওই শিক্ষক কোনো দিন ঠিকমতো ক্লাস নেননা। মদ্যপান করে স্কুলে আসেন। আমরা এর বিচার চাই।