নিজস্ব প্রতিনিধি , কলকাতা – গত বছরেই গানের জগতের মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি দেন সঙ্গীত শিল্পী কেকে। এই খবর পেয়ে সেদিন গোটা দেশ যেন এক মূহুর্তের জন্য থমকে গিয়েছিল। এরপর কেটে গেছে গোটা একটা বছর। আজ তাঁর ৫৫ বছরের জন্মবার্ষিকী। এই দিনে তাঁকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাতে ভোলেননি দেশবাসী। গোটা দেশ যেন কেকের মৃত্যু শোক বুকে নিয়েই জন্মদিন পালন করছে। কোথাও শুভেচ্ছার বন্যা বইছে আবার কোথাও পুষ্প স্তবক দিয়ে সেজে উঠছে কেকের ছবি।
কৃষ্ণকুমার কুন্নাথ গত বছর কলকাতাতে একটি কলেজের শো করতে এসে অসুস্থ হয়ে পড়েন। তারপরই মারা যান তিনি। তাঁর মৃত্যুতে গোটা দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল। প্রশ্ন উঠেছিল কলেজের অনুষ্ঠিত শোয়ের ব্যবস্থাপনা নিয়েও। তবে তিনি চলে গেলেও রেখে গিয়েছেন তাঁর গান, সুর, অফুরন্ত কাজের ভান্ডার। আর যা মনের মণিকোঠায় সারা দেশবাসী রেখে দেবে।
কেকের জন্মদিন উপলক্ষ্যে একদিকে যেমন দেশজুড়ে তাঁর ভক্তদের শুভেচ্ছার বন্যা বইছে তেমনি তাঁর মেয়ে তামারার ক্ষেত্রেও এই ব্যাতিক্রম হয়নি। এদিন সকাল সকাল নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লিখেছেন, “শুভ জন্মদিন বাবা। আজ তোমাকে ৫০০ বার জন্মদিনের শুভেচ্ছা জানাতে মিস করবো। মিস করবো ঘুম থেকে উঠে তোমাকে কেক খাওয়ানোটা। আশাকরি তুমি যেখানে আছো সেখানে অনেক কেক খাচ্ছো। চিন্তা করো না আমরা মাকে একটুও কষ্ট পেতে দেবো না। তাকে বিরক্তও করবো না। আশাকরি আজ রাতে আমাদের গান তুমি শুনতে পাবে। আজ দিনটা শুধুই তোমার জন্য।”
অন্যদিকে, এই পোস্টের উত্তরে কেকের স্ত্রী লিখেছেন, “তোমাকে অনেক ভালোবাসা। তিনি আমাদের সঙ্গে সবসময় থাকবেন।” প্রসঙ্গত , দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে একই অনুষ্ঠানে অসুস্থ বোধ করেন কেকে। এরপর হোটেলে ফিরে যান। আর এরপরেই নিভিয়ে যায় সমস্ত বাতি। না ফেরার দেশে পাড়ি দেন প্রবাদপ্রতিম শিল্পী কেকে।