নিজস্ব প্রতিনিধি, কলকাতা – একজন ছিলেন মেয়র, অপরজন ছিলেন শিক্ষামন্ত্রী। দুজনের কাছেই আজ দলও অতীত, পদও অতীত। কাকতালীয়ভাবে আজ দেখা হয়ে গেল তাঁদের। বিবাহ বিচ্ছেদের মামলায় মাঝে মধ্যেই কোর্টে যেতে হয় শোভন চট্টোপাধ্যায়কে। আর নিয়োগ দুর্নীতির মামলায় হেফাজত শেষ হলেই আদালতে হাজির হতে হয় পার্থ চট্টোপাধ্য়ায়। আজ খানিকটা কাকতালীয় ভাবেই দেখা হয়ে গেল দুই চট্টোপাধ্যায়ের।
শনিবার আদালত থেকে বেরিয়ে গিয়েও ‘পার্থ দা’ এসেছেন শুনে ছুটদেন শোভন চট্টোপাধ্যায়। কিনা দেখা করতে হবে। গাড়িতে বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়কে বসিয়ে রেখেই আদালতের লক আপের কাছে চলে যান শোভন। কাছাকাছি যেতে পারেন না ঠিকই, ওই দূর থেকেই দেখা হয় পুরনো দুই বন্ধুর।
তবে অবশ্য এই ব্যাপারে কোনও বিতর্ককে আমল দিতে চাইছেন না প্রাক্তন মেয়র। তাঁর দাবি, না দেখা করলেই অপরাধ হত! এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে খানিকটা আবেগান্বিতই হয়ে ওঠেন শোভন। ‘দাদার মতো’ পার্থ চট্টোপাধ্যায় যে পরিস্থিতির শিকার তেমনটাই মন্তব্য করেন তিনি।
শোভন চট্টোপাধ্যায়ের বক্তব্য, ‘এত কাছে এসে না দেখা করলে, সেটা ঠিক হত না। এছাড়া পার্থকে অভিযুক্ত বলে মেনে নিলেও দোষ যে প্রমাণিত হয়নি’, সে কথাও মনে করিয়ে দেন শোভন। তবে তিনি জানিয়েছেন, ভিতরে গেলেও দূর থেকেই দেখা করেছেন এদিন।
তবে তাঁদের এই হঠাৎ সাক্ষাৎ নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে বিভিন্ন ক্ষেত্রে।