নিজস্ব প্রতিনিধি , কলকাতা – গত ৩০ আগস্ট জন্মদিন ছিল শ্রীলেখা মিত্রের। সেই সময় গুরুতর অসুস্থ শ্রীলেখা মিত্র। মাথায়-চোখে অসহ্য যন্ত্রণা, জ্বর জ্বর ভাব ছিল। জন্মদিনের আগেই অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন তার শারীরিক অসুস্থতার কথা। তারই মাঝে এক অচেনা নম্বরের ফোন ধরায় লক্ষ্য লক্ষ্য টাকা জালিয়াতির শিকার হন।
জন্মদিনে শারীরিক অসুস্থতার কথা আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন অভিনেত্রী। তার সঙ্গে অসুস্থ তার মেয়ে ঐশীও। প্রসঙ্গত টেস্টও করার অভিনেত্রী। তবে জন্মদিনের ঠিক আগের দিন এক অচেনা নম্বর থেকে কল আসে তার কাছে। ফোনে ওপর প্রান্তে থাকা ব্যক্তির নির্দেশ অনুসারে তিনি একটু অ্যাপ ডাউনলোড করেন। তারপরই হয় বিপত্তি। তারপরই লক্ষ লক্ষ টাকা উধাও হয়ে যায় অভিনেত্রীর ব্যাঙ্ক অ্যাকউন্ট থেকে।
এ প্রসঙ্গে অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন , জন্মদিনের দিন মনটা খারাপ ছিল তার কারণ তার আগের দিনই আমার বোকামির ফলে বেশ কিছু টাকার scam হল। এটা একটা প্রফেশন হয়ে দাঁড়িয়েছে। কোনওরকম অ্যাপ ডাউনলোড থেকে সাবধান থাকুন। নিজেকে চালাক নয় ইন্টেলিজেন্ট ভাবতাম এই ঘটনার পর থেকে তাও ভাববো না। বিস্তারিত জানতে চেও না, আর নিজের বোকামির নিদর্শন দিতে চাই না।
ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই শ্রীলেখা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন। অভিনেত্রী জানিয়েছেন তারা ব্যবস্থা নেওয়া শুরু করেছে। এবার শুধু সময়ের অপেক্ষা। এমন যেনো কারোর সঙ্গে না হয়। সূত্রের খবর অনুযায়ী, শুটিং শেষ তথাগত মুখোপাধ্যায়ের ‘পারিয়া’ ছবির কাজ।