নিজস্ব প্রতিনিধি , কলকাতা – শ্রীলেখা মিত্র আর বিতর্ক আজকাল প্রায় একসঙ্গেই থাকে। তবে বিতর্কের মধ্যেও এবার মশার কামড়ে রেহাই পেলেন না অভিনেত্রী শ্রীলেখা মিত্র। জন্মদিনও গুরুতর অসুস্থ শ্রীলেখা মিত্র। মাথায়-চোখে অসহ্য যন্ত্রণা , জ্বর জ্বর ভাব। কিছুদিন আগে তার মেয়েরও ডেঙ্গি ধরা পড়েছিল। এবার কি শ্রীলেখা মিত্রেরও ডেঙ্গি হয়েছে , তা নিয়েও চলছে জল্পনা।
আজ জন্মদিন শ্রীলেখা মিত্রের। ২০২২ সালে জন্মদিনে ওয়াইন খাওয়া নিয়ে বিতর্কিত হতে হয়েছিল অভিনেত্রীকে। জন্মদিনে সকলেরই আলাদা আলাদা প্ল্যান থাকে। ফ্যামিলি ফ্রেন্ডসদের নিয়ে। এবার কি কোনও প্ল্যান নেই অভিনেত্রীর? তবে সেসব এবার না। কারণ এবছর ভালোরকম শরীর খারাপেই পড়েছেন অভিনেত্রী।
এদিন সকালে জন্মদিনের দিনেই মন খারাপ করা বার্তা দিলেন অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন তার শারীরিক অসুস্থতার কথা। তার সঙ্গে অসুস্থ তার মেয়ে ঐশীও। আগামীকাল ডেঙ্গি টেস্ট করার করতে যাবেন তিনি।
গত রবিবার সোশ্যাল মিডিয়া মারফত শ্রীলেখা জানান তার মেয়ে ঐশী ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ভর্তি ছিলেন হাসপাতালেও। কিন্তু তার মেয়ে আপাতত সুস্থ। মেয়ের পর এখন তিনি নিজের শরীর নিয়ে চিন্তিত আছে।
প্রসঙ্গত , শেষ কয়েক বছর পর্দার সামনে দেখাই যায় না অভিনেত্রীকে। কিছু কিছু সময়ের জন্য সিনেমা বা ওয়েব সিরিজে দেখা যায়। তবে খুব শীঘ্রই তথাগত মুখোপাধ্যায়ের ‘পারিয়া’ ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। কাজও চলছে বলে জানা গেছে। কিন্তু হঠাৎ মেয়ে এবং নিজে অসুস্থ হওয়ায় শ্যুটিং বন্ধ আছে।