নিজস্ব প্রতিনিধি , কলকাতা – জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘মন দিতে চাই’- এর সহ অভিনেতার সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী শ্রীতমা মিত্র। শ্রীতমার জন্মদিনে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়। তবে এই বিষয়ে তারা প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে তাদের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই সে বিষয়ে স্পষ্ট জানা যায়।
সিরিয়ালের পাশপাশি তাদের এখন সর্বত্রই একসঙ্গে দেখা যায়। শ্রীতমার জন্মদিন ঋত্বিক সোশ্যাল মিডিয়ায় তাদের দুজনের একসঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন। অভিনেতা ক্যাপশনে লিখেছেন,”আজীবন এভাবেই হাসতে থেকো। দেখবে শেষটা ভালো হবে। তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই”। সেই পোস্টের কমেন্টে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।
শ্রীতমা মধ্যরাতের কেক কাটার ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই পোস্ট করেছেন। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন,”এটা একটা নতুন শুরু, নতুন স্বপ্ন। এবং অবশ্যই একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে পথ চলা কারণ এটা আমার জন্মদিন।’ সেই পোস্টে তার অনুরাগী সহ একাধিক বন্ধু বান্ধব সকলেই শুভেচ্ছা জানিয়েছেন।