নিজস্ব প্রতিনিধি , মুম্বাই – বছরের শুরুতেই কিং খানের পাঠান নতুন ভাবে চিনিয়েছে বাদশাকে। তার ঠিক ছয় মাস পরই মুক্তি পেতে চলেছে দক্ষিণী পরিচালক অ্যাটলির পরিচালনায় ডনের “জওয়ান”। অ্যাকশন ও বিনোদন সব নিয়েই এই ছবি শাহরুখ খানের। গত ১০ জুলাই ছবির প্রিভিউ রিলিজ হবার পরই আরও উচ্ছ্বসিত হয়ে ওঠেন অনুরাগী সহ গোটা বিশ্ব। ঝড়ের বেগে ভাইরাল হয়েছে শাহরুখের লুক।
অ্যাটলির পরিচালনায় আগামী ৭ই সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে “জওয়ান“। আর বাকি মাত্র কয়েকদিন। শোনা যাচ্ছে ইতিমধ্যেই অগ্রিম টিকিট বুকিং শুরু করে দিয়েছেন ভক্তরা। শুধু দেশ না বিদেশের মাটিতেও কিং খানকে নিয়ে উদ্দীপনা কম না। ছবিতে দক্ষিণী সুপারস্টার অভিনেত্রী নয়নতারার সঙ্গে জুটি বেঁধেছেন শাহরুখ। নতুন কেমিস্ট্রি দেখতে অধীর আগ্রহে ভক্তরা। এছাড়াও ছবিতে দেখা যাবে বিজয় সেতুপতি , দীপিকা পাড়ুকোন , সানিয়া মলহোত্র , রিধি ডোগরা , প্রিয়মণি প্রমুখ।
দ্বৈত চরিত্রে অভিনয় করছেন বাদশা। একইসঙ্গে বাবা এবং ছেলের চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। ছবিতে শাহরুখের শত্রু শাহরুখ নিজেই। অর্থাৎ বাবা লড়বে ছেলের সঙ্গে। সূত্রের খবর , জওয়ান ছবি তৈরির বাজেট ৩০০ কোটি টাকা।
প্রিভিউ দেখে বোঝাই যায় ছবিটি অ্যাকশন দৃশ্যে পরিপূর্ণ। ছবিতে অ্যাকশনের জন্য সারা বিশ্ব থেকে মোট ছয়জন অ্যাকশন ডিরেক্টরকে নিয়ে এসেছেন নির্মাতারা। যাঁদের মধ্যে রয়েছে কেচা খামফাকদি, স্পাইরো রাজাতোস,ক্রেগ ম্যাক্রে, ইয়ানিক বেন, অ্যানাল আরাসু, এবং সুনীল রদ্রিগেস। জওয়ায়ের অ্যাকশন দৃশ্য অবাক করবে দর্শককে।