23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    অ্যাকশন থেকে রোমান্স , থ্রিলিং থেকে কমেডি , জাস্ট চোখ সরাতে পারবেন না জাওয়ানের পর্দা থেকে

    নিজস্ব প্রতিনিধি , মুম্বাই – বলিউডের ইতিহাসে প্রথম হিন্দি সিনেমা যা প্রথমদিনেই ১০০ কোটির ওপর ব্যবসা করছে। অ্যাটলির পরিচালনা, অনিরুধের মিউজিক ও রেড চিলিস প্রযোজনায় সব রেকর্ড ভেঙে দিয়েছে ‘জাওয়ান‘। গত পরশু রাত থেকেই সারা দেশের হলের সামনে লম্বা লম্বা লাইন জমিয়ে ছিলেন শাহরুখ ভক্তরা। ভোর ৫টা থেকেই শুরু হয়ে গিয়েছিল শো। শহরতলীর সিনেমা হলের সামনে শুধুই একটাই নাম কানে আসছে ‘শাহরুখ শাহরুখ‘।

    টিজার এবং ট্রেলারে সকলেই দেখেছিলাম শাহরুখের নতুন লুকগুলি। তবে পুরো সিনেমায় আরো অনেক লুকে তাকে দেখা গেছে। প্রথমবার শাহরুখ খানকে মুন্ডিতমস্তকে দেখা যাচ্ছে। তাতে কি সেই লুকে তেও তেমনি ঝড় তুলেছে।সরকারের উদাসীনতা, কৃষকদের আত্মহত্যা, নানা দুর্নীতি, স্বাস্থ্যসেবার অপব্যবহার, জনবসতি এলাকার কাছাকাছি বিপজ্জনক কারখানার এবং ত্রুটিপূর্ণ সেনাবাহিনীর অস্ত্র মতো বিষয়গুলিকে তুলে ধরা হয়েছে সিনেমাতে। এই বিষয়গুলির ওপর যা আগে অন্য কোনো হিরো করে দেখাতে পারেনি তা আজ কিং খান করে দেখিয়েছে। এখনেই প্রমাণ হয় ভক্তরা এমনি তাকে কিং খান বলেন না।

    পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাচ্ছে নয়নতারাকে অঙ্গে তিনি একটি ছোট বাচ্চা মেয়ের মাও। অন্যদিকে ভিলেনের চরিত্রে দেখা যাচ্ছে দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতিকে। সবার মুখে একটাই কথা ভিলেন যদি হয় এমন হও। বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে ক্যামিও করছেন দীপিকা পাড়ুকোন। মন কেড়েছে চিফ গ্যাং। চিফ গ্যাংয়ে অভিনয় করেছেন সঞ্জিতা ভট্টাচার্য, সানায়া মালহোত্রা, লেহর খান, প্রিয়মণি, আলিয়া কুরেশি এবং গিরিজা ওক। ছোট পর্দার জনপ্রিয় ঋদ্ধি ডোকরা, অ্যাহেজাস খানও খুবই ভালো অভিনয় করছেন। প্রথমবার একইসঙ্গে বাবা ও ছেলে ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে বাদশাকে।

    ২ ঘণ্টা ৪৫ মিনিটের বইয়ের আপনি কোনভাবেই বোরিং ফিল করবেন না। অ্যাকশন, রোমান্স, থ্রিলিং এবং কমেডি সব কিছুতেই ভরপুর সিনেমাটি। গল্পের শুরু হয় ৩৭৬ সহ ট্রেন হাইজ্যাক দিয়ে। প্রথমদিনিই ১০০ কোটির আয় করে ফেলেছে ‘জাওয়ান’। রিপোর্ট অনুযায়ী শুক্রবার আয় কম হলেও শনি রবি সেই আয় বেড়ে আরও দিগুণ হয়ে যাবে। সপ্তাহ খানেক বেশিরভাগ হলের বেশিরভাগ শো কিং খানের ‘জাওয়ান’ কবজায। শুধু এই দেশ না বিদেশের মাটিতেও কিং খানের দাপট চলছে। আমেরিকা, কানাডা, দুবাইয়ের মতো দেশগুলিতেও ভালো ব্যবসা করছে। সেন্সরের ছাড়পত্র পেয়ে বাংলাদেশেও মুক্তি পেয়েছে এই সিনেমা।

    অন্যদিকে বুধবার যশরাজ ষ্টুডিওতে ‘জাওয়ান’- এর স্পেশাল স্ত্রিনিংয়ে দীপিকা পাড়ুকোন। দীপিকা পাড়ুকোনের সঙ্গে দেখা গেছে শাহরুখ পুত্র আব্রাহামকে, স্ত্রী গৌরী খানকে, গৌরী খানের মা সবিতা ছিব্বর ও বোন নবিতা ছিব্বর। এছাড়াও সেদিন স্পেশাল স্ত্রিনিংয়ে আমন্ত্রিত ছিলেন বলিউডের একাধিক তারকা।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img