নিজস্ব প্রতিনিধি , কলকাতা – চাঁদের দক্ষিণ মেরুর মাটিতে পৌঁছালো চন্দ্রযান-৩। গোটা ভারতবাসীর কাছে গর্বের দিন। প্রায় ২০০ বিজ্ঞানী কাজ করেছেন এই চন্দ্রযান-৩। ১৪ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ হয়। তারপর পৃথিবীর কক্ষপথ পেরিয়ে চাঁদের কক্ষপথতে মানিয়ে নিয়ে এগিয়ে চলে। অবশেষে ২৩শে আগস্ট ৬টা ৪মিনিটে বিক্রম খুব ভালো মতোই অবতরণ করে চাঁদের দক্ষিণ মেরুতে।
২৩শে আগস্ট সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকলো ১৪০ কোটি ভারতবাসী। উচ্ছ্বসিত, উদ্দীপনা দেশের সবাই। প্রধানমন্ত্রী সহ দেশের সব মুখ্যমন্ত্রীরাও ট্যুইট করে অভিনন্দন জানিয়েছেন ইসরোকে। বাদ যায়নি সেলিব্রেটিরাও শাহরুখ খান থেকে শুরু করে আল্লু অর্জুন সকলেই জয়জয়কার করেছেন বিজ্ঞানীদের।
এদিন শাহরুখ খান সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন,’চাঁদ তারে তোড় লাওঁ…. ম্যায় ছাওঁ পার শাড়ি দুনিয়া’। সঙ্গে সমস্ত বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের অভিনন্দন জানিয়েছেন।
বিগ বি অমিতাভ বচ্চন লিখেছেন,”চাঁদের মাটিতে ভারতের পতাকা উড়ছে। বলা হচ্ছে ভারতের বাণী। আমাদের দেশ ভারত পৃথিবীর পাতায় প্রথম হয়েছে , প্রথম হবে।”
বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনন্দন জানিয়ে লেখেন,”কোটি কোটি হৃদয়কে গর্বিত করেছেন ইসরো। ভারতকে ইতিহাস গড়তে দেখে ভাগ্যবান। ভারত চাঁদে, আমরা চাঁদের উপরে।”
দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন , বিজয় দেবরকোন্ডা সহ আরও অনেকেই চন্দ্রযান-৩ সফলতায় শুভেচ্ছা জানিয়েছেন। আল্লু অর্জুন লিখেছেন,”ইসরোকে অভিনন্দন। মহাকাশ গবেষণায় ভারতের জন্য একটি গর্বের মুহূর্ত! জয়হিন্দ।”
দেশের ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী হতে পেরে গর্ববোধ করেছেন টলিউড তারকা দেব, জিৎও তারাও শুভেচ্ছা জানিয়েছেন ইসরোকে। অভিনেতা দেব লিখেছেন,” জায়হিন্দ। বন্দে মাতারাম।”
টলিউড অভিনেতা জিৎ লিখেছেন,”এটি ভারতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। মিশনটি সফলভাবে অর্জন করার জন্য আপনাদের অক্লান্ত পরশ্রমের জন্য অভিনন্দন ইসরো টিমকে।”