নিজস্ব প্রতিনিধি , কলকাতা- যাদবপুরের রেশ কাটতে না কাটতেই ফের রহস্য মৃত্যু এসএসকেএমের হস্টেলে। হাসপাতালের নার্সিং হস্টেলের শৌচালয় থেকে উদ্ধার হল নার্সিং ছাত্রীর ঝুলন্ত দেহ। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে ডাক্তারেরা। ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে মৃত দেহটি। তবে এর পিছনে কি কারন রয়েছে তা এখনও জানা যায়নি।
সূত্রের খবর , বৃহস্পতিবার সকাল থেকেই ওই ছাত্রীকে দেখতে পাওয়া যাচ্ছিল না। এবার খোঁজাখুঁজি করলে হঠাৎই ওই তাকে ঝুলন্ত অবস্থায় দেখে তাঁর বন্ধুরা। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল। খবর পেয়ে হস্টেলে আসেন কলকাতা পুলিশের ডিসি সাউথ প্রিয়ব্রত রায়। পাশাপাশি আসেন ভবানীপুর থানার পুলিশ বাহিনী। ইতিমধ্যেই ভবানীপুর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।
এই বিষয়ে মৃতার বন্ধুদের একাংশ মনে করছেন, মানসিক অবসাদের জেরেই হয়তো এই ঘটনা ঘটিয়েছে ওই পড়ুয়া। তবে এই তদন্ত শুরু করেছে পুলিশ। কি কারনে এই ঘটনা করতে পারে তা ক্ষতিয়ে দেখছে তারা। মানসিক অবসাদের জেরেই নাকি প্রণয়ঘটিত কোনো সমস্যা তা জানা যাবে তদন্ত শেষে।
প্রসঙ্গত , যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে। এর পিছনে র্যাগিং তত্ত্ব আছে এমনটাই উঠে এসেছে তদন্তে। ঘটনায় একাধিক মহল কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন। ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মধ্যে রেখেছে পুলিশ।