নিজস্ব প্রতিনিধি , কলকাতা – আর স্বস্তি নয়। সুপ্রিমকোর্টের রায়ে স্বস্তির পর এবার ফের অস্বস্তিতে পড়ল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর মামলায় এবার তিন সপ্তাহেই মধ্যে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ এই হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে। সুতরাং সাময়িক ভাবে এই মামলায় স্বস্তি পেলেও তা বেশিদিন স্থায়ী হবে না বলেই মনে করা হচ্ছে।
নন্দীগ্রামে ভোট পরর্বতী হিংসা মামলায় শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করা যাবেনা বলে একটি রায় দেয় হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। তবে সেই রায়ে সন্তুষ্ট ছিল না রাজ্য। নন্দীগ্রামে ভোট পরর্বতী সময়ে শুভেন্দু উস্কানিমূলক মন্তব্য করেছেন এই অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়। এরপর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হলে আদালতের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। তথ্য প্রমাণ থাকলে এফআইআর দায়ের করা যাবে। তবে তা যেন হেনস্থার উদ্দেশ্যে না হয়।
এরপর এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের দারস্থ হন শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্ট সেই মামলায় এই মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে খারিজ করে দেয়। সঙ্গে বলে, এই মামলা নিয়ে নতুন করে বিচার করার প্রয়োজন রয়েছে। এরপরেই মামলার শুনানিতেই এদিন তিন সপ্তাহের মধ্যে এফআইআর দায়ের সহ হলফনামা তলব করলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
প্রসঙ্গত , পঞ্চায়েত ভোট পরর্বতী সময়ে রাজ্য জুড়ে হানাহানির পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। যেখানে সর্বোপরি প্রাণ হারিয়েছিলেন প্রায় ৫৭ জন। আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়েই শুভেন্দু দাবি করেছিলেন , ভোট পরর্বতী হিংসা যাতে না ঘটে তার জন্য রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। এই নিয়ে আদালতের দ্বারস্থ হয় রাজ্য। সেই মামলায় সুপ্রিম কোর্টের রায়ে কিছুটা স্বস্তি পেলেও এদিন ফের সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণে অস্বস্তিতে পড়ল শুভেন্দু।