নিজস্ব প্রতিনিধি , কলকাতা – ‘চাঁদমামা’ আর দূরে নেই! সেখানে পৌঁছে গেছে ভারত। বুধবার সন্ধ্যায় চন্দ্রযান – ৩ সফল অবতরণের সাক্ষী থাকল গোটা দেশবাসী। এই প্রথম কোনো দেশ চাঁদের দক্ষিণ মেরু ছুঁতে পারল। এদিন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) চন্দ্রযান-৩–এর অবতরণের দৃশ্য সরাসরি সম্প্রচার করে। আর সফল অবতরণের পরেই দেশবাসীকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন শুভেন্দু বলেন, “আমরা একযোগে প্রায় ৫০ জন বিজেপির MLA ভারতের গর্বের ক্ষন, মাহেন্দ্রক্ষণ উপভোগ করলাম। ১৪০ কোটির ভারতীয়দের পক্ষে এইক্ষন খুবই গর্বের। এর কৃতিত্ব যায় ইসরোর বিজ্ঞানীদের কাছে এবং যারা এই অবতরণ সাফল্য মন্ডিত করেছে তাদের কাছে। আর সর্বোপরি যিনি এই পুরো ব্যবস্থায় ছিলেন তিনি হলেন আমাদের প্রধানমন্ত্রী তাকেও প্রণাম জানাই।
পাশাপাশি তিনি এও বলেন, “উন্নত দেশ বলে দাবি করা দেশিগুলি যা পারেনি তাই ভারত পারল। চাঁদের দক্ষিণ মেরু স্পর্শ করল। এর জন্য ভারতীয় বিজ্ঞানীদের মেধা ও ভারত সরকারের কর্ম তৎপরতাই একমাত্র কারন।” এছাড়াও ভারত সরকার ও ইসরো মিলিতভাবে সূর্যকে নিয়ে গবেষণা করবে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
উল্লেখ্য , গত ১৪ই জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এই চন্দ্রযান-৩। নানান প্রতিকূলতা পার করে অবশেষে বুধবার চাঁদের মাটিতে অবতরণ করল চন্দ্রযান-৩। সঙ্গে গোটা পৃথিবীর খাতায় গর্বের সঙ্গে নাম লেখালো ভারত।