23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ‘মুখ্যমন্ত্রীর কোনও বিকল্প দেশেও নেই’, সাফ ভাষায় বলে দিলেন দমকল মন্ত্রী

    নিজস্ব প্রতিনিধি, বীরভূম – বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কিছু নেই,দেশেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই। তারাপীঠে পুজো দেওয়ার পর এমনই বললেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।

    প্রতিবছরের ন্যায় এবছরও তারাপীঠে জান দমকলমন্ত্রী। কেননা এরপর পুজোর কাজে ব্যস্ত হয়ে যাবেন তিনি। তাছাড়া দুর্গাপুজোরও আর বেশি দেরি নেই, ফলে ভাদ্র মাস পরতেই তারা মায়ের আশীর্বাদ নিয়ে গেলেন দমকল মন্ত্রী।

    এদিন মন্দির থেকে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হন দমকল মন্ত্রী সুজিত বসু। বলেন, “নেত্রীর সাথে যা হবে ভালোই হবে। কেননা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কিছু নেই। এমনকি দেশেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কিছু নেই। তিনি যা বলেন করে দেখান। সাধারণ মানুষকে কথা দিলে সেই কথা তিনি রাখেন। আগের বিধানসভাতেও তাই ফল পেয়েছেন আর এবারের পঞ্চায়েত নির্বাচনেও। ধূপগুড়ি কেন্দ্রতেও দেখা গেছে অপ্রত্যাশিত ফল। অতএব মানুষ মুখ্যমন্ত্রীর কাজ করাকে সম্মান জানান”।

    দমকল মন্ত্রীর কথায়, “ধূপগুড়ির জয় আমাদের ছিলই। একটা কথা মনে রাখবেন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কিছু নেই দেশেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই”। এছাড়াও এদিন বিরোধী দলনেতাকেও একহাত নেন সুজিত বসু। বলেন, “যার তার কথায় আমি কান দিই না। ৪৮ বছরের রাজনৈতিক জীবন আমার, কে কি বলল তাতে কান দিই না”।

    দমকল মন্ত্রী এদিন আরো জানান, বীরভূমের তারাপীঠ, নলহাটি, মুরারাই ও লাভপুরে দমকল বাহিনী কেন্দ্র গড়ে তোলা হবে। তার জন্য জেলাশাসকের কাছ জায়গা চাওয়া হয়েছে। জায়গা পাওয়া গেলেই দমকল কেন্দ্রের কাজ শুরু করে দেওয়া হবে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img