23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    আমাকেও র‍্যাগিং করা হচ্ছে , বিস্ফোরক দাবি সুজিত বসুর

     

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – পুর নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে দমকল মন্ত্রী সুজিত বসুর। চিঠি পাঠিয়ে আজ সকাল ১১ টা নাগাদ তাকে তলব করা হয়েছিল বলে খবর সিবিআই সূত্রে। তবে তিনি এর আগে একাধিক বার বলেছেন তাকে কোনো তলব নিয়ে নোটিশ পাঠানো হয়নি। তাই সিবিআই দফতরে তার হাজিরা নিয়ে বেশ ধোঁয়াশাই সৃষ্টি হয়েছিল। এই আবহেই এবার সাংবাদিক বৈঠক ডাকলেন দমকল মন্ত্রী সুজিত বসু। বললেন তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে। কোনো নোটিশ পাননি, তাই হাজিরার প্রশ্নই আসছেনা।

    এদিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে সাংবাদিক বৈঠক করে রীতিমত ক্ষোভ প্রকাশ করেন সুজিত। বলেন, “সংবাদমাধ্যমে কয়েকদিন ধরে দেখানো হচ্ছিল যে পুর নিয়োগ সংক্রান্ত মামলায় আমাকে সিবিআই নোটিশ পাঠিয়েছে। ৩১ অগাস্ট আমাকে নিজাম প্যালেসে হাজির হতে বলা হয়েছে বলে দাবি করা হয়। প্রথম দিন থেকেই আমি বলেছিলাম কোনও নোটিশ পাইনি। নোটিশ পেলে নিশ্চয়ই যাব ও নিজের বক্তব্য তুলে ধরব। আমি আবার বলতে চাই, আজ অবধি আমি সিবিআইয়ের তরফে কোনও নোটিশ পাইনি। আমার মনে হচ্ছে কিছু স্বার্থান্বেষী লোক আমার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে কালি ছেঁটানোর চেষ্টা করছে। কিন্তু তাঁরা কোনওদিনও সফল হবে না।”

    তিনি হুঁশিয়ারি দেন, “ঠিকমতো তদন্ত না করে দ্রুত সততা না প্রকাশ করা হয়, তাহলে আমি আইনের রাস্তায় যেতে বাধ্য হবো মানহানির মামলা করব।” তাঁর দাবি, “বিধাননগর বিধানসভা কেন্দ্রের বাসিন্দারা যেভাবে আমার পাশে থাকার বার্তা দিয়েছেন, এবার বাংলা বিভিন্ন প্রান্ত থেকেও প্রচুর মানুষ আমার সাথে বলেছে আমরা কেউ বিশ্বাস করি না আমি সত্যি অবিভূত ,জনতাই আমার বিচারক তারাই বিগত দিনে আমার বিচার করবে।”

    পাশাপাশি যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনার প্রসঙ্গ টেনে দমকল মন্ত্রী বলেন, ‘এই ঘটনায় আমি খুব আহত হয়েছি। ছাত্রের র‌্যাগিং নিয়ে এত আলোচনা চলছে। কিন্তু এই ঘটনাও আমার কাছে র‌্যাগিং বলে মনে হচ্ছে। আমি খুব দুঃখ পেয়েছি। আমি আবার বলছি কোনও এজেন্সি ডাকলে আমি যাব এবং গিয়ে নিজের বক্তব্য পেশ করব। এজেন্সির তরফেও কিন্তু কিছু বলা হয়নি। কোনও এজেন্সি ডাকলে পালাব না। মুখোমুখি হওয়ার শক্তি ঈশ্বর আমাকে দিয়েছেন। আমি সবসময় মানুষের ভালো কাজ করার চেষ্টা করছি। যেদিন কোনও খারাপ কাজে যুক্ত হব, সেদিন সুজিত বোস নিজে সরে যাবে।’

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img