নিজস্ব প্রতিনিধি , মুম্বাই – বলিউডের শীর্ষ অভিনেত্রীদের মধ্যে একজন জ্যাকলিন ফার্নান্ডেজ়। বলিউডে পা রাখার পরেই তীব্র বিতর্কে জড়িয়েছেন তিনি। তার বিরুদ্ধে তদন্তও চালাচ্ছে ইডি। তার আর দুর্নীতিবাজ সুকেশের কাহিনী জানে না এমন মানুষ নেই বললেই চলে। ২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় আপাতত তিহার জেলেই দিন কাটছে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ়ের চর্চিত প্রেমিক কনম্যান সুকেশ চন্দ্রশেখরের। সেইখান থেকেই একের পর এক চিঠি লিখছেন অভিনেত্রীকে। সম্প্রতি আরও এক চিঠি লেখেন তিনি।
এবারের চিঠিতে তিনি অভিনেত্রীকে উদ্দেশ্য করে সুকেশ লিখেছেন , ব্যাঙ্গালোরে পশুদের সুপার স্পেশালিটি হাসপাতাল বানাচ্ছি আমি। হাসপাতালটি তৈরির বাজেট ২৫ কোটি টাকা এবং আয়তন ২৫,০০০ বর্গফুট। তোমার প্রতি ভালোবাসায় বানানো হচ্ছে এই হসপিটাল।
চিঠিতে জ্যাকলিনকে ‘মাই বেবি ডল’ বলে সম্বোধনে করেছেন সুকেশ। চিঠিতে লিখেছেন, ” এই হাসপাতালটি পশুদের প্রতি তোমার ভালবাসা উপলব্ধি করাবে। এটি সমগ্র এশিয়ায় মধ্যে সেরা একটি হাসপাতাল হবে, যেমনটা তুমি কল্পনা করেছিলে। আমার দল সবকিছু দেখছে। ১১ ই সেপ্টেম্বর, ২০২৪-এ হাসপাতাল নির্মাণের কাজ শুরু হবে যেদিনটি তোমার জন্মদিন মাই বেবি”। সুকেশ আরও বলেন জার্মান থেকে সমস্ত সরঞ্জাম নিয়ে আসা হবে। হাসপাতালের রং হবে সাদা ও গোলাপী। পশু চিকিৎসকরা হাসপাতালেই থাকবে। বিনামূল্যে সমস্ত পরিষেবা দেওয়া হবে।