নিজস্ব প্রতিনিধি , দিল্লি – চন্দ্রযানের সাফল্যের পরে টুইট করে চন্দ্রমিশনের সাফল্যকে কুর্নিশ জানিয়ে বিজেপি সরকারকে কটাক্ষ করেছিলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। যার পাল্টা টুইট করে জবাব দিয়েছিলেন অমিত মালব্য। আর এবার অমিত মালব্যকে আবার পাল্টা কটাক্ষ করলেন কংগ্রেস নেতা সুমন রায় চৌধুরী।
বিক্রমের চাঁদ স্পর্শ করার মুহূর্তে বিতর্কিত দাবি করে চর্চায় উঠে এলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। তার অভিযোগ ১৭ মাস বেতন পাননি চন্দ্রমিশনের বিজ্ঞানীরা। তিনি বিজেপি সরকারের বিরুদ্ধে আঙুল তুললেন বিজ্ঞানীদের ১৭ মাস ধরে বেতন না দেওয়ার জন্য। যদিও বিজেপির পক্ষ থেকে তা ভুয়ো বলে পাল্টা দাবি করা হয়েছিলো।
কংগ্রেস নেতাকে কটাক্ষ করে পাল্টা টুইট করে অমিত মালব্য জানিয়েছেন, ‘জঘন্য। প্রতিক্রিয়া দিতেও বাধে। ইসরো যেদিন গর্বিত করল দেশকে, সেদিনই তিনি এমন একটা প্রসঙ্গ উত্থাপন করলেন। একটা ফেক নিউজ নিয়ে তিনি বাজার গরম করার চেষ্টা করলেন। আসলে কংগ্রেস প্রধানমন্ত্রীকে ঘৃণা করে। ভারতের পুনরুত্থানকে ঘৃণা করে। আত্মবিশ্বাসী ভারত কখনই কংগ্রেসকে ভোট দেবে না।’
আর এরপরেই অমিত মালব্যর টুইটারের পাল্টা কংগ্রেস নেতা সুমন রায় চৌধুরী লেখেন, ‘বিজেপির IT প্রধান, সকাল থেকে এক এর পর এক কুৎসা ভরা টুইট করে যাচ্ছেন। প্রথম টুইটে বললেন নরেন্দ্র মোদি একমাত্র প্রধানমন্ত্রী যিনি গবেষণাকে উৎসাহ দেন। দ্বিতীয় টুইটে বলেছেন নরেন্দ্র মোদি নাকি একমাত্র প্রধানমন্ত্রী যিনি বড় বাজেট বরাদ্দ করেছিলেন মহাকাশ গবেষণা জন্য।’
এরপরেই তিনি লেখেন,” অমিত বাবু , আপনার পিতৃদেব যদি বাড়ি না তৈরি করে যেতেন তাতে ২/৩ তলা আপনি বানাতে পারতেন ? পন্ডিত নেহেরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী যদি গবেষণা , প্রযুক্তি নিয়ে কাজ না করতেন , সাউথ আফ্রিকা তে বসে আপনার বস তালি বাজাতে পারতেন ? আর যদি উনি ISRO কে বড় বাজেট দেন তাহলে অভিযোগ কেন উঠেছে ১৭ মাস ধরে ISRO বিজ্ঞানীদের মাইনে দেওয়া হয়না?”
সুমন রায় চৌধুরী আরও লিখেছেন,”মিথ্যাবাদী আবার টুইট করে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ কে মিথ্যাবাদী সাজাচ্ছে। ছি: ছি: । বিজেপি একটা দায়িত্বজ্ঞানহীন, অশিক্ষিত , নির্লজ্জ রাজনৈতিক দল, আজকের টুইট থেকে আবার প্রমাণিত হল। আগে মাইনে দিন …. পরে বলুন বসকে বিশ্ব ভ্রমন করে ফুর্তি করতে।”