23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ফের বিশ্বের দরবারে বাংলার জয়গান , এবার মালয়েশিয়া পাড়ি দিচ্ছে কাটোয়ার কাঠের দূর্গা

    নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান – বাঙালিদের বড়ো উৎসব হলো দুর্গাপুজো। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন , তারপরই গোটা বাংলা সহ বিশ্ব মেতে উঠবে উৎসবে। এখন এই দেশের পাশাপাশি দুর্গাপুজো পৌঁছে গেছে বিদেশের মাটিতেও। বিদেশের মানুষরাও সমান তালে এই উৎসবের সঙ্গে যোগদান করেন। আর এবার কাঠোয়া কাঠের দূর্গা পাড়ি দিচ্ছে মালয়েশিয়ায়। মূর্তিটি তৈরি করেছেন শিল্পী সুরঞ্জন সরকার

    স্থানীয় সূত্রে জানা গেছে , শিল্পী সুরঞ্জন সরকারের বাড়ি কাটোয়া মহকুমার আকাইহাট গ্রামে। কাঠের শিল্পী হিসেবে তার নাম ডাকও রয়েছে যথেষ্টই। প্রায় চল্লিশ বছর ধরে তিনি কাঠের নানান নজর কাড়া আসবাবপত্র তৈরি করে চলেছেন। শুধু দেশি নয় , বিদেশিরাও কেনেন তার আসবাবপত্র। তবে এই প্রথম কাষ্ঠশিল্পী সুরঞ্জন সরকার তৈরি করলেন কাঠের দুর্গা প্রতিমা।

    তিন মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে ২৫ সিএফটি-র গামার কাঠের উপর খোদাই তৈরি করেছেন এই প্রতিমা। এর উচ্চতা ৭ ফুট ২ ইঞ্চি। প্রতিমায় দেবীর বাহন সিংহ এবং অসুরও রয়েছে। আর এই মূর্তির অর্ডার দিয়েছেন কানাডার প্রবাসী বাঙালি কথাকলি পালবসু। দুর্গা মূর্তি ছাড়াও তিনি জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও রাধাকৃষ্ণের মূর্তিও অর্ডার দিয়েছেন সুরঞ্জনের কাছে। এই সকল মূর্তি আগামী সেপ্টেম্বরে মালয়েশিয়া পাড়ি দেবে বলে শিল্পী সুরঞ্জন সরকার জানিয়েছেন।

    এদিন এক সাক্ষাৎকারে সুরঞ্জন সরকার জানিয়েছেন,” আগে কাঠের অন্য দেব দেবীর মূর্তি তৈরি করেছি। কিন্তু দেবী দুর্গার প্রতিমা কখনও তৈরি করিনি। এবারই প্রথম তৈরি করলাম। মূর্তিটি গড়তে ২ মাস সময় লেগেছে। আমার এক ভাই মালয়েশিয়ায় থাকে। তার মারফত আমি এই অর্ডারটি পেয়েছি।”

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img