নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর – ‘দম থাকলে উপাচার্যের বেতন বন্ধ করে দেখাক আমরাও দেখছি ওনার কোমরে কত জোর আছে!’ মেদিনীপুরে এসে এমন ভাবেই আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
প্রসঙ্গত, মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী দ্বৈরথ অব্যাহত। তবে এই দিন শিক্ষক দিবসে মমতা ব্যানার্জি যেভাবে কেন্দ্র সরকার এবং রাজ্যপাল কে কটাক্ষ করেন এরই সঙ্গে উপাচার্যের বেতন বন্ধের হুঁশিয়ারি দেন তাতে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে।
যদিও আজ মেদিনীপুরে এক শিক্ষক দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এসে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপাচার্যের বেতন বন্ধের বিরুদ্ধে তীব্র ভাষায় কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “এর আগেও মমতা ব্যানার্জি একবার বেতন বন্ধ করেছিলেন কিন্তু হাইকোর্টে তার কান মুলে দেওয়া হয়েছিল। তিনি আবার সেটা শুরু করেছেন। এবার আজকে আবার পুনরায় তিনি হুঁশিয়ারি দিয়েছেন। কোমরে দম থাকলে মমতা ব্যানার্জি একবার উপাচার্যের বেতন বন্ধ করে দেখুন আমরাও দেখব উনি কিভাবে বন্ধ করতে পারেন”।
ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যদিও এদিন হাইকোর্টের নির্দেশকে নিয়ে মন্তব্য করতে নারাজ হন বিরোধী দলনেতা। তিনি বলেন, “আদালত তাদের কাছে সমাহার। আদালতকে তারা সম্মান করেন। কারণ আজকে আদালতের রায় তার পক্ষে বিপক্ষে গেলেও আজকে তিনি সভা করতে পারছেন এবং যেটুকু গণতন্ত্রটিকে আছে পশ্চিমবঙ্গে তা আদালতের জন্য”। যদিও তিনি বলেন, “এই আদালতকে অপমান করা,অবজ্ঞা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা মমতা ব্যানার্জি এবং তৃণমূলের কাজ”।
এছাড়াও নুসরাত জাহানকে ইডির ডাক ও জি-টোয়েন্টি সম্মেলনে ইন্ডিয়ার পরিবর্তে ভারত লেখা প্রসঙ্গে এদিন মন্তব্য করেন শুভেন্দু অধিকারী।