নিজস্ব প্রতিনিধি, হাওড়া- মিটেছে ধূপগুড়ি উপনির্বাচন। ফল প্রকাশ পেয়েছে। ধূপগুড়ির ‘সিংহাসনে’ বসেছে ঘাসফুল শিবির। তবে মেটেনি রাজনৈতিক তরজা। শনিবার হাওড়ার এক সভা থেকে উপনির্বাচনে হারার কারন বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দায়ী করলেন রাজ্যের শাসক দলকে। বললেন চাকরির লোভ দেখিয়ে তৃণমূল নাকি ভোট আদায় করেছে সাধারণ মানুষের কাছ থেকে।
সূত্রের খবর, শনিবার হাওড়ার সালকিয়া এলাকার বাঁধাঘাটে একটি সভার আয়োজন করে বিজেপি। সেই সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখান থেকেই তৃণমূলসহ বামকে একেরপর এক বিষয় নিয়ে তোপ দাগেন তিনি। কখনও বলেন ভুয়ো চাকরির ফর্ম বিলি করে তৃণমূল জিতেছে। কখনও বলেন বিজেপির ভোট কেটেছে বাম। সব মিলিয়ে একযোগে লাল- সবুজ শিবিরের বিরুদ্ধে তোপ দাগলেন শুভেন্দু।
এদিন সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূল নির্বাচনের আগে বেকার যুবকদের কাছে উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদে, আইসিডিএস, সিভিক ভলান্টিয়ার পদে চাকরি দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভুয়ো ফর্ম বিলি করেছে। আর যুবকেরা সেই প্রতিশ্রুতি বিশ্বাস করেছে। আমার কাছে সেই ফর্ম আছে।”
অন্যদিকে সিপিএমকে কটাক্ষ করে বলেন, “সিপিএম কী করল? অবসরপ্রাপ্ত শিক্ষক ঈশ্বরচন্দ্র রায়কে দাঁড় করিয়ে ১৩ হাজার ভোট কাটিয়েছে। আর ফলস্বরূপ জিতলো তৃণমূল। তলায় তলায় মহম্মদ সেলিমরা বিজেপির ভোট কাটিয়েছে, তৃণমূলকে জিতিয়েছে।” পাশাপাশি এদিন সভা থেকে সিপিএমের নীচু তলার কর্মীসমর্থকদের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, “আপনাদের বিজেপিতে যোগ দিতে হবে না। শুধু দূরে দাঁড়িয়ে মিটিং শুনুন। আর স্লোগান দিন ‘নো ভোট টু মমতা’। তা হলেই বাংলা বাঁচবে।”