নিজস্ব প্রতিনিধি, কলকাতা- এদিকের ভাদ্রের তীব্র ভ্যাপসা গরম, অন্যদিকে বিদ্যুৎ সংকট। সব মিলিয়ে নাজেহাল বঙ্গবাসী। জীবন যেন ক্রমশ দূর্বিসহ হয়ে উঠেছে। আবার বৃষ্টিরও তেমন দেখা নেই। এই পরিস্থিতিতে রাজ্যকে তুলোধোনা করল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার তরফে একটি বিবৃতি শেয়ার করে রীতিমত রাজ্যকে আক্রমণ করছেন তিনি। এমন কি সমস্যার সমাধান না হলে তিনি ধর্নায় বসার হুমকিও দিয়েছেন।
নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার তরফে একটি বিবৃতি শেয়ার শুভেন্দু লেখেন-
বঙ্গে বিদ্যুত্ সংকট :-
পশ্চিমবঙ্গের দেউলিয়া সরকার পয়সার অভাবে তাপবিদ্যুত্ কেন্দ্রগুলিতে কয়লা সরবরাহ করতে পারছে না। তাই বিদ্যুত্ কেন্দ্রগুলো প্রয়োজনের তুলনায় উত্পাদন ক্ষমতা কমাতে বাধ্য হয়েছে। যার ফলে ঘাটতির পরিমাণ ১২০০ মেগাওয়াট।
পশ্চিমবঙ্গের দেউলিয়া সরকার পয়সার অভাবে তাপবিদ্যুত্ কেন্দ্রগুলিতে কয়লা সরবরাহ করতে পারছে না। তাই বিদ্যুত্ কেন্দ্রগুলো প্রয়োজনের তুলনায় উত্পাদন ক্ষমতা কমাতে বাধ্য হয়েছে। যার ফলে ঘাটতির পরিমাণ ১২০০ মেগাওয়াট।’ আরও লেখেন ‘এই ভাদ্র মাসের অসহনীয় ভ্যাপসা গরমে আবালবৃদ্ধবনিতা সকলেরই ঘর্মাক্ত হাঁসফাঁস অবস্থা। এই মূহুর্তেও রাজ্যের এক বড় অংশ বিদ্যুত্ নেই।’
এমনকি আগামী সোমবার এই সমস্যা না মিটলে ধর্নায় বসার হুঁশিয়ারী দিয়ে লেখেন, ‘দেউলিয়া মুখ্যমন্ত্রীর দেউলিয়া সরকারের বিদ্যুত্ দফতরের আধিকারিকদের জানিয়ে রাখলাম, যদি আগামী দুই দিনের মধ্যে সমস্যার সমাধান না করতে পারেন তবে আগামী সোমবার থেকে বিরোধী দলনেতাকে বিদ্যুত্ বণ্টন সংস্থার দফতরের সামনে ধর্নায় দেখতে পাবেন।’
সূত্রের খবর, কয়লার যথাযথ যোগান না থাকার ফলে বিদ্যুৎ সংকটে পড়েছে রাজ্য। তবে এই প্রসঙ্গে ধূপগুড়ি নির্বাচনের প্রচারে গিয়ে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, সামনে পুজো তাই তখন যাতে কোনো সমস্যা না হয় বিদ্যুৎ তার ও ট্রান্সফর্মার বদলানোর কাজ চলছে। খুব শীঘ্রই কাজ মিটে গেলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।