নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি – আগামী সপ্তাহেই ধূপগুড়ি বিধানসভায় উপনির্বাচন। ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সব দলের। দফায় দফায় প্রচারে যাচ্ছেন তারা। এর মধ্যেই বৃহস্পতিবার ভোটের প্রাক্কালে ধূপগুড়ি গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানে গিয়েই শুরু করলেন মোদি স্তুতি। বললেন, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। আগলিবার মোদি সরকার ৪০০ পার।
সূত্রের খবর , বৃহস্পতিবার জলপাইগুড়ি সার্কিট হাউসে ধুপগুড়ি উপ নির্বাচনের পুলিশ এবং সাধারণ পর্যবেক্ষকদের সঙ্গে দেখা করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “আই এন ডি আই এ লিখলেই দেশ ভক্ত হওয়া যায় না, তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইন্ডিয়ান মুজাহিদীন রাও ইন্ডিয়ান লেখে। আগামী লোকসভা নির্বাচনে মোদিজির নেতৃত্বে চারশো আসন পার করবে দল।”
পাশাপাশি এদিন ধূপগুড়ি শহরে প্রথমে মিছিল করেন শুভেন্দু। পরে দুরামারিতে জনসভায় যান শুভেন্দু। সেখানে সাগরদিঘির প্রসঙ্গ টেনে বলেন, “যেখানে কেন্দ্রের পুলিশ দিয়ে ভোট হচ্ছে সেখানে তৃণমূল জিততে পারছে না। সাগরদিঘিতে ভোট হয়েছিল। টাকার সিন্ডিকেট ধরা পড়ার পরে। সাগরদিঘিতে হেরেছে, ধূপগুড়িতেও আপনাদের হারাতে হবে।“
আবার ধূপগুড়িতে বাহিনীর প্রসঙ্গ টেনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও বলেন, “ধুপগুড়ি নির্বাচনে ৪০ কোম্পানির বাহিনী এলে সুষ্ঠুভাবে নির্বাচন করা সম্ভব হবে। জেলাশাসক, পুলিশ সুপাররা সব তৃণমূলের দলদাস।”
তবে এর পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের নির্বাচনের দায়িত্বে থাকা শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি বলেছেন, “২০১৬ সালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে। ২০২১ সালে আট দফায় ভোট হয়েছে। কেন্দ্রীয় বাহিনী তো আর ভোট দেয় না।“