নিজস্ব প্রতিনিধি , মুম্বাই – টেলি দুনিয়া থেকে সোজা সটান বিশ্বের লাইম লাইট। মাত্র ২২ বছরেই মিস ডিভা ইউনিভার্স বিজয়ী হয়ে চমক দিলেন ভারতীয় কন্যা শ্বেতা শারদা। গতকাল রবিবার মুম্বইয়ে অনুষ্ঠিত হয় মিস ডিভা ইউনিভার্স ২০২৩। এই বিউটি পেজেন্টের জয়ী হয়েছেন চণ্ডীগড়ের শ্বেতা শারদা। ২০২২ সালের বিজয়ী মিস ডিভা ইউনিভার্স দিভিতা রাই এদিন শ্বেতাকে তুলে দিলেন ক্রাউন। এই অনুষ্ঠানে বলিউডের তারকাদের অংশ নিতে দেখা যায়। এদিন ৭২ তম মিস ইউনিভার্সে ভরতের হয়ে অংশ নেবেন শ্বেতা শারদা।

সব মিলিয়ে ১১তম মিস ডিভা ইউনিভার্স ২০২৩ প্রতিযোগিতার মুকুট পেলেন শ্বেতা শারদা। বিজয়ী শ্বেতার বয়স মাত্র ২২ বছর। অনেক ছোটবেলাতেই পাঞ্জাব থেকে মায়ের সঙ্গে মুম্বইতে চলে আসেন শ্বেতা। মিস ডিভা ইউনিভার্স হবার আগে শ্বেতাকে বিভিন্ন রিয়েলিটি শোতে দেখা গেছে। ড্যান্স প্লাস , ড্যান্স দিওয়ানে, ড্যান্স ইন্ডিয়া ড্যান্স এছাড়াও ঝলক দিখলাজাতে কোরিওগ্রাফারের কাজ করেছে শ্বেতা।

এদিন মিস ডিভা ইউনিভার্স ২০২৩ প্রতিযোগিতার ফাইনালে ডিজাইনার নিকিতা মাইসালকারের ডিজাইন করা গ্লিমারি থাই-স্লিট গাউন পড়েছিলেন শ্বেতা শারদা। এছাড়াও মিস ডিভা সুপার ন্যাশনাল ২০২৩-এর খেতাব পেলেন সোনাল কুকরেজা এবং মিস ডিভা ২০২৩-এর রানার্স আপ জিতে নিলেন কর্নাটকের তৃষা শেট্টি।

সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয় শ্বেতা। চার লক্ষেরও বেশি ফলোয়ার্স শ্বেতার ইনস্টাগ্রামে। অভিনেতা শান্তনু মহেশ্বরীর সঙ্গেও অভিনয় করেছে শ্বেতা। কিছুদিন আগে তুলসী কুমার ও জুবিন নৌটিয়ালের মিউজিক ভিডিতেও অভিনয় করেছেন শ্বেতা। মিস ডিভা বিজয়ী হয়ে এদিন শ্বেতা জানান, “আমার কাছে সবচেয়ে গর্বের মুহূর্ত ছিল অভিনেতা অভিনেত্রীদের নাচ সেখান। সুস্মিতা সেনের থেকে আমি সবচেয়ে বেশি অনুপ্রেরণা পাই। আর আমি স্বপ্নেও ভাবিনি যে মিস ডিভাতে বিজয়ী হবো। অনেক স্বপ্ন নিয়ে মুম্বাইতে এসেছিলাম। আজ তার প্রথম ধাপ পূরণ হলো। এখনো অনেক পথ চলা বাকি’।
