নিজস্ব প্রতিনিধি , বীরভূম – সারাবছর তারা মায়ের ভক্তদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায় তারাপীঠ তীর্থক্ষেত্রে। গর্ভগৃহ সংস্কারের উদ্দেশ্যে ২১ আগস্ট অর্থাৎ সোমবার মাতৃ মূর্তিকে স্থানান্তরিত করা হয়েছিল অন্যত্র। চারদিনের মাথায়, গতকাল অর্থাৎ ২৪ আগস্ট রাত এগারোটার পর মা তারাকে ফিরিয়ে আনা হলো মূল মন্দিরের গর্ভগৃহে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, গর্ভগৃহ সংস্কারের কাজ শেষ। এবার মূল মন্দিরেই দর্শন মিলবে মা তারার।
মন্দির সূত্রের খবর , করোনা অতিমারী এবং লকডাউনের জেরে মূল মন্দির চত্বরের নানা কাজ হলেও গর্ভগৃহের কোনো কাজ করা সম্ভব হয়নি। বর্ধমান–সাহেবগঞ্জ লুপ লাইনে কাজের জেরে বহু ট্রেন বাতিল ছিল। ফলে ভক্তদের সমাগমে ভাটা পড়েছিল আর এই সুযোগকে কাজে লাগিয়েই মন্দির কর্তৃপক্ষ নেমে পড়ে মন্দির সংস্কারের কাজে। মা তারার বেদী, দেওয়াল সহ বিভিন্ন জায়গায় নতুন ভাবে বসানো হয় মার্বেল পাথর তাছাড়াও সেন্ট্রাল এসি বসানোর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো নির্মিত হয়। সে কারণেই সোমবার মা তারাকে মূল গর্ভগৃহ থেকে বের করে মন্দিরের পাশে চন্দ্রচূড় বৈরভ মন্দিরে অধিষ্ঠিত করা হয়েছিল। তবে, বৃহস্পতিবার রাতে পুনরায় মাকে ফিরিয়ে আনা হয় মূল মন্দিরেই।
মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন, ‘করোনা অতিমারীতে মন্দিরের যে সকল কাজ বাকি ছিল যেমন রঙের কাজ, মার্বেল পাথর বসানো, মায়ের বেদী পুনর্নিমান এসব কাজ সম্পূর্ণ হয়েছে। এমনকি গর্ভগৃহে সেন্ট্রাল এসি বসানোর প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণের কাজ শেষ। কেবল বাইরের কাজটুকু বাকি। ভক্তদের জন্য সুখবর রয়েছে, সামনেই কৌশিকী অমাবস্যা তার আগেই আমরা সেন্ট্রাল এসি গর্ভগৃহে বসিয়ে নেবো। ভক্তদের যাতে কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখা হবে’।