23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    চাঁদেও ইন্ডিয়ারাজ , বাংলাদেশ-পাকিস্তানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য তসলিমার

    নিজস্ব প্রতিনিধি , ঢাকা – চাঁদে পৌঁছেছে ভারত। বুধবার সন্ধ্যায় ঘড়ির কাঁটা যখন সন্ধ্যা ৬ টা ৪ ঠিক সেই মুহূর্তেই অবিশ্বাস্য ঘটনার সাক্ষী থাকল গোটা দেশবাসী। ইসরোর তৈরি চন্দ্রযান -৩ চাঁদের দক্ষিণ মেরুর মাটি ছুঁলো। আর পরেই চারিদিকে শুভেচ্ছার বন্যা। উৎসবে মেতে উঠেছে ইসরোর বিজ্ঞানীসহ গোটা ভারত। বিদেশ থেকেও এসেছে শুভেচ্ছা বার্তা।  এবার এই বিষয়ে মুখ খুললেন লেখিকা তসলিমা নাসরিন। তার প্রশ্ন, আগামী ১০০ বছরেও কি ভারতের মতো বাংলাদেশ আর পাকিস্তান চাঁদে পৌঁছাতে পারবে? অবশ্য এই প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন তিনি।

    এদিন লেখিকা তার ফেসবুক পেজে লেখেন, ‘ভারত এখন চাঁদে। চন্দ্রযান-৩ আলতো ভাবে চাঁদের মাটিতে পা রাখলো এই মাত্র। অভিনন্দন ভারত। অনেকে বলবে, এত দারিদ্র, এত লোক খেতে পায় না, এত লোকের বাড়িতে টয়লেট নেই, কী দরকার চাঁদে গিয়ে, এত টাকা খরচ করে? আমি বলব, বিজ্ঞানের অগ্রগতির দরকার সব সময়। একই সঙ্গে দারিদ্রও দূর করা দরকার, শিক্ষা, স্বাস্থ্য, সচেতনতাও বাড়ানো দরকার। একটির উন্নতি করতে গেলে আরেকটির উন্নতি স্থগিত রাখতে হয় না।’

    তার সংযোজন, ‘ভারতের এককালের অংশ বাংলাদেশ এবং পাকিস্তানের কি আগামী ১০০ বছরে চাঁদে পা রাখা সম্ভব? না। তারা ধর্মে ডুবে আছে, বিজ্ঞানকে দূরে সরিয়ে। কোরানই নাকি তাদের বিজ্ঞান।’

    প্রসঙ্গত , বরাবরই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন‌ লেখিকা তসলিমা নাসরিন। নিজের মুক্ত চিন্তা প্রকাশ করতে কখনও পিছপা হননি তিনি। এর আগেও অনেকবার বাংলাদেশ ও পাকিস্তানে সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিরুদ্ধে কলম ধরেছেন তিনি। এবারেও তার ব্যতিক্রম হলো না। ভারতের চন্দ্রযান -৩ এর সাফল্য নিয়ে কার্যত বাংলাদেশ এবং পাকিস্তানকে খোঁচা দিলেন তিনি।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img