23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    পুজোর আগে চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস দিতে হবে, দাবিতে রাজ্যের সব রাজনৈতিক দল

    নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং- সামনেই পুজো। আর প্রতিবছর এই সময় বোনাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন প্রতিটি কর্মরত মানুষ জন। সেই দলে রয়েছেন চা শ্রমিকরাও। আর এবার উত্তরবঙ্গের প্রতিটি চা বাগানের শ্রমিকদের ২০ শতাংশ হারে বোনাস দেবার দাবি জানাল রাজ্যের শাসক দল সহ একাধিক রাজনৈতিক দল। এই তালিকায় রয়েছে বিজেপি, সিপিএমও। সমস্ত রাজনৈতিক দল মিলে চা বাগান কর্তৃপক্ষের কাছে চা শ্রমিকদের জন্য ২০ শতাংশ বোনাসের দাবি জানানো‌ হয়েছে।

    সূত্রের খবর, আগামী ১৪ সেপ্টেম্বর চা শ্রমিকদের বোনাস নিয়ে প্রথম বোনাস ভার্চুয়াল বৈঠক ডাকা হয়েছে সেই বৈঠকে চা শ্রমিকদের ২০% বোনাস প্রদানের দাবিতে সরব হবে প্রতিটি রাজনৈতিক দল। এমনকি এদিনের বৈঠকের পর তাদের দাবি মেনে না নিলে উত্তরবঙ্গ জুড়ে আন্দোলনের ডাক দেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

    এই বিষয়ে বিজেপির চা বাগান সংগঠন বিটিডাব্লুইউ এর কেন্দ্রীয় নেতৃত্বরা জানান, ২০ শতাংশ বোনাস প্রদানের দাবি করেছি। পাশাপাশি বিজেপির কালচিনি বিধায়ক বিশাল লামা জানান, “আমরা ২০% বোনাস দাবী করছি। তবে প্রতিবছর দেখা যায় বোনাসের সময় চা বাগান মালিকরা নাটক শুরু করে দেয় কম বোনাস দেওয়ার জন‍্য। কিন্ত এবার সেটা মানা হবেনা। ২০ শতাংশ বোনাস লাগাবে নচেৎ উত্তরবঙ্গে প্রতিটি চা বাগান গেট মিটিং শুরু হবে ২০ শতাংশ বোনাসের দাবিতে।

    অন্যদিকে, সিটু জেলা সম্পাদক বিকাষ মাহালি জানান, “মালিকপক্ষ প্রতিবছর কম বোনাস প্রদানের জন‍্য বিভিন্ন অজুহাত দেখায় কিন্তু আমরা ২০ শতাংশ বোনাস প্রদানের দাবি করছি এবং আগামী ১৪ সেপ্টেম্বর বোনাস ভার্চুয়াল বৈঠকে ২০ শতাংশ বোনাসের দাবি জানাবো। জিনিসপত্রের দাম যা বেড়েছে তাতে ২০ শতাংশ বোনাস লাগবেই।”

    প্রসঙ্গত, ত্রিপাক্ষিক চুক্তির (মালিক, সরকার ও শ্রমিক সংগঠন) মাধ্যমেই চা বাগানের শ্রমিকদের মজুরি ও বোনাস স্থির করা হয়। এই বোনাস প্রদানের ক্ষেত্রে চা বাগান গুলোকে এ, বি ,সি এই ধরনের বিভিন্ন ক্যাটাগরিততে ভাগ করা হয়। বিভিন্ন ক‍্যাটেগরির চা বাগানের শ্রমিকদের বিভিন্ন হারে বোনাস প্রদান করা হয়। উন্নত মানের ক্যাটাগরিতে পড়ে এ ক্যাটাগরি। এখানকার শ্রমিকদের বাকি তুলনায় বেশি বোনাস দেওয়া হয়। বাকীদের বোনাস ক্যাটাগরি অনুযায়ী কমতে থাকে। তবে এবার সব ক্যাটাগরিতে সমান বেতনের দাবি তোলা হল।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img