23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    আভি তো পার্টি শুরু হুয়ি হ্যায় , জমকালো ড্যান্স ফ্লোরে একি করছেন ইসরোর বিজ্ঞানীরা!

    নিজস্ব প্রতিনিধি , দিল্লি – চাঁদের মাটিতে ভারতের অশোক স্তম্ভ জ্বলজ্বল করছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করেছে ইসরোর ‘অস্ত্র’ চন্দ্রযান-৩। তবে সাফল্য একবারে আসেনি। এর আগে টানা দুবার ব্যর্থ হয়েছে। তবে জেদ ছিল অটুট। আর তাই তো এল সাফল্য। দীর্ঘ প্রতীক্ষার পর বুধবার সন্ধ্যা ৬.০৪ মিনিটে স্বপ্ন পূরণ হয়েছে ইসরোর বিজ্ঞানী সহ গোটা ভারতের। এই মাহেন্দ্রক্ষণ আসার সঙ্গে সঙ্গেই আনন্দের বাঁধ ভাঙে তাদের। একদিকে যেমন গোটা দেশ নেচে উঠেছে তেমনি নেচে উঠেছে ইসরোর বিজ্ঞানীরাও। এই তালিকায় ছিলেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথও

    চন্দ্রযান-৩ সফল হতেই এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, আনন্দ অশ্রুর সঙ্গে একে অপরকে জড়িয়ে ধরেছেন ইসরোর বিজ্ঞানীরা। কখনো আবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে ‘পোজ’ দিয়ে ছবিও তুলছেন। আবার কখনও গানের তালে তালে কোমরও দোলাচ্ছেন তারা। এমনকি কোমর দুলিয়েছেন ইসরোর প্রধান এস সোমনাথও। ইসরোর চন্দ্রযান মিশন ঘরে যেন আনন্দের বন্যা বইছে।

    পূর্ব নির্ধারিত সময় মিলিয়েই বুধের সন্ধ্যায় প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করল ভারতের চন্দ্রযান-৩। তবে এর আগে অবশ্য আমেরিকা , চিন এবং রাশিয়া চাঁদের উত্তর মেরুতে পা রেখেছিল। তবে দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসেবে ইতিহাস গড়েছে ভারত। আর এই সন্ধিক্ষণ আসতেই দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিশিষ্ট জনেরা উচ্ছ্বাস প্রকাশ করেন। অভিন্দন এসেছে বিদেশ থেকেও।‌ উৎসবে মুখর হয়ে উঠেছে সাধারণ মানুষও। এদিন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ বাজি পোড়ানো থেকে শুরু করে গান বাজানো কোনো কিছুই বাকি রাখেনি। তবে এর সঙ্গে ইসরোর বিজ্ঞানীদের চিত্রও অনেকটাই এক তা বলাই বাহুল্য।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img