নিজস্ব প্রতিনিধি , মুম্বাই – গত ৩১ আগষ্ট তুমুল শোরগোল ছড়িয়ে মুক্তি পেয়েছে শাহরুখ অভিনীত ‘জাওয়ান‘ সিনেমার ট্রেলার।ইতিমধ্যেই টিকিট বুকিংও শুরু হয়ে গেছে। যার বেশিরভাগই সোল্ড আউট। এবার এরইমাঝেই সিনে প্রেমীদের জন্য আরও একটি নতুন চমক। লঞ্চ হল সালমান খানের ‘টাইগার-৩‘ এর প্রথম পোস্টার। যা প্রকাশ্যে আসতেই উত্তেজনায় ফুটেছে ভাইজান ভক্তরা।
সম্প্রতি সালমান খানের ‘কিসি কা ভাই, কিসি কি জান’-এর বক্স অফিসে তেমন প্রভাব ফেলতে পারেনি। আগামী দেওয়ালিতে মনীশ শর্মা পরিচালনায় ‘টাইগার-৩’ মুক্তি পেতে চলেছে । ভারতীয় গুপ্তচর অবিনাশ রাঠোর ওরফে টাইগার অর্থাৎ সালমান খান এবং সঙ্গে পাক গুপ্তচর জোয়া অর্থাৎ ক্যাটরিনা কাইফ।
২রা সেপ্টেম্বর সামনে এলো ‘টাইগার-৩’ এর প্রথম পোস্টার। পোস্টারে বড় বড় করে লেখা “টাইগার জিন্দা”। মোট চার ভাষায় পোস্টার লঞ্চ হয়েছে – হিন্দি, তামিল, তামিল, তেলেগু ও ইংরেজি। সোশ্যাল মিডিয়ায় পোস্টারের ছবি পোস্ট করে সালমান খান ক্যাপশনে লিখেছেন, “আমি আসছি, টাইগার ৩ নিয়ে এই দিওয়ালিতে”। পোস্টার দেখে মনে হচ্ছে কোনো এক যুদ্ধের ময়দানে দাড়িয়ে সালমন-ক্যাটরিনা।
এরআগের দুটি পার্ট দর্শকের মন জয় করে নিয়েছিলেন টাইগার। এরপর আসছে ‘টাইগার-৩’। ওয়ার ও পাঠানের ঘটনাও উঠে আসবে এই সিনেমায়। মত ৩০০ কোটির বাজেটে তৈরি এই সিনেমা। সালমান এছাড়াও ছবিতে অভিনয় করছেন শাহরুখ খান, রেভতি, ঋদ্ধি ডোগরা, ইমরান হাশমি,রণবীর শোরে ও বিশাল জেঠওয়ারা।