নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান: কলেজ ক্যাম্পাসে মাদক খাওয়ার ঘটনায় হাট গোবিন্দপুর কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক হিতেশ শেঠকে সাসপেন্ড করল রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। বৃহস্পতিবার সন্ধ্যায় এই বিষয়টি জানান পূর্ব বর্ধমান জেলার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরাজ ঘোষ।
তা ঘটনাটি ঠিক কি ঘটেছে? যা জানা যাচ্ছে, কলেজের মধ্যে বসে চলছে মাদক সেবন, এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। খোদ টিএমসিপি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক কলেজে বসেই গাঁজা সেবন করছেন। ওই ভিডিও দেখিয়ে এসএফআই দাবি করে, ওই ছেলেটি টিএমসিপি হাট গোবিন্দপুর কলেজ ইউনিটে সাধারণ সম্পাদক। সে ওই কলেজেরই দ্বিতীয় বর্ষের ছাত্র।
যদিও সম্পূর্ণ ভিডিওটি অস্বীকার করেন হিতেশ শেঠ। এই ঘটনার পরেই নড়েচড়ে বসে তৃণমূল ছাত্র পরিষদ। সাসপেন্ড করা হয় হাট গোবিন্দপুর কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদককে। এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলা ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ বলেন, “আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা তাঁদের দেখানো পথে চলি। আর তারা কোনওদিনই অন্যায়ের সাথে আপোষ করেননি। তৃণমূল অন্যায়ের সাথে আপোষ করে না। তাই এই ভিডিওটির কথা জানতে পেরেই দল তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে। যদিও শুনেছি ভিডিওটি অনেক পুরনো, তাও তৃণমূলের একনিষ্ঠ কর্মী হয়ে এই কাজ করায় দল কঠোর সিদ্ধান্ত নিল”।
Copyright © 2024 News Vision Bangla | All rights reserved. Design by - Digital Mitroo