23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ‘রাজভবন ঘেরাও হবে, সাবধান হন’, হুঙ্কার তুলল তৃণমূল ছাত্র পরিষদ

    নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি – রাজ্যপাল স্বৈরাচারী পদক্ষেপ গ্রহণ করছে এমনই অভিযোগ তুলে সোমবার পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হল। এদিন বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য সহ জেলা ও রাজ্যের নেতৃত্বরা।

    রাজ্যের উচ্চ শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে, বিশ্ববিদ্যালয় গুলিকে সচল রাখতে ও ছাত্র ছাত্রীদের স্বার্থরক্ষা করার লক্ষ্যে এই বিক্ষোভ কর্মসূচি বলে জানান তৃণাঙ্কুর ভট্টাচার্য। তিনি জানান, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে থেকে এই কর্মসূচি শুরু হল, চলবে আগামী শুক্রবার পর্যন্ত। গোটা রাজ্যের ২২টি বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

    পাশাপাশি রাজ্যপালের স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে আগামী দিনে রাজভবন ঘেরাও করার হুঁশিয়ারিও দেন তৃণাঙ্কুর। রাজ্যের সঙ্গে সহযোগিতা না করে বিজেপি নেতৃত্বদের মদতে গৈরীকীকরণ করার চেষ্টা করছে রাজ্যপাল।‌‌ এদিন কর্মসূচিতে মুখ্যমন্ত্রীকে আচার্য হিসেবে ঘোষণা করার দাবিতে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভে বসেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img