নিজস্ব প্রতিনিধি, কলকাতা – বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ এবং প্রশাসনিক বিষয়ে নিয়ন্ত্রণ নিয়ে রাজভবন বনাম নবান্নের সংঘাত এখন সপ্তমে। রাজ্য-রাজ্যপাল সংঘাতের মাঝে এবার পথে নামলেন পড়ুয়ারাই। রাজ্যপাল সিভি আনন্দ বোসের একাধিক পদক্ষেপের বিরুদ্ধে পথে নামল শাসকদল তৃণমূলের ছাত্র সংগঠন। তৃণমূল ছাত্র পরিষদের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল আগেই, ১১ সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে ১৫ সেপ্টেম্বর, শুক্রবার পর্যন্ত পাঁচ দিনব্যাপী রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচীর ডাক দিয়েছে তারা।
কর্মসূচীর প্রথমদিনই বিক্ষোভ প্রদর্শন করল কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের উল্টোদিকে কলেজ স্কোয়ারের সামনে এদিন বিক্ষোভ কর্মসূচি অবস্থান করা হয়। কলেজ স্কোয়ারে তৃণমূল ছাত্র পরিষদের ধরনা অবস্থান চলে। এদিনের এই বৈঠকে তারা যে পোস্টার ব্যবহার করছিল, সেই পোস্টারে লেখা ছিল – রাজ্যের উচ্চ শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে, বিশ্ববিদ্যালয়গুলিকে সচল রাখতে এবং ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষা করার লক্ষ্যে অবস্থান বিক্ষোভ।
এদিনের বিক্ষোভে তাঁদের মূল দাবি ছিল একটাই। অবিলম্বে আচার্য হিসেবে ঘোষণা করতে হবে মুখ্যমন্ত্রীর নাম। রাজ্যপাল নিজে নিজে শিক্ষাক্ষেত্রের কোনও সিদ্ধান্ত নিয়ে পারবেন না। তাঁকে শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা করতে হবে। এছাড়া, স্কলারশিপ অবিলম্বে চালু করতে হবে বলেও এদিন দাবি জানান টিএমসিপির সদস্যরা।