নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান – রাজ্যপালের স্বৈরাচারী পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভের কর্মসূচী পালন করল বর্ধমান বিশ্ববিদ্যালয়। সোমবার বর্ধমান বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের পূর্ব বর্ধমান জেলা শাখা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে অবস্থান বিক্ষোভের আয়োজন করে। তাদের মূল দাবী, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ করতে হবে রাজ্যপালকে। নিজের সিদ্ধান্তে চলা যাবে না।
রাজ্যপাল শিক্ষাক্ষেত্রে গৈরীকীকরণ করছেন বলেও অভিযোগ তোলে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভরত ছাত্র-ছাত্রীরা। তাদের দাবি, ‘রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে দেখতে চাই’।
সোমবার দুপুরে উত্তরবঙ্গ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটি বিল্ডিং এর সামনে হয় অবস্থান বিক্ষোভ। রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগ সহ তিন দফা দাবিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে চলে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ।
এদিন রাজ্য ছাত্রপরিষদের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বলেন, “রাজ্যপাল নিজের ইচ্ছে মতো বিশ্ববিদ্যালয় গুলিতে উপাচার্য নিয়োগ করছেন। রাজ্যের সঙ্গে আলোচনা না করেই তিনি বিজেপি মনস্কো মানুষদের নিয়োগ করছেন। তাঁদের কাছের মানুষদেরকে নিয়োগ করছেন। আমরা তা কখনোই মেনে নেব না। বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন সঠিকভাবে পরিচালনা করতে স্থায়ী উপাচার্যের প্রয়োজন। আমাদের দাবি এই নিয়োগ হতে হবে রাজ্যের সহমতে”। এই দাবি মানা না হলে আগামী দিনে রাজভবন ঘেরাও করা হবে বলে জানান ছাত্র নেতা আমিরুল ইসলাম।