নিজস্ব প্রতিনিধি , কলকাতা – গতকাল থেকেই গোটা ভারত শ্রী কৃষ্ণের জন্মদিন পালন করতে ব্যস্ত। শুরু ভারত বললে ভুল হবে বিদেশের মাটিতেও শ্রী কৃষ্ণের জন্মদিন পালিত হয়। খিচুড়ি, লুচি, মিষ্টি, পায়েস ও নাড়ুতে অ্যাপায়ন চলছে নাড়ু গোপালের। বুধবার ও বৃহস্পতিবার এই দুদিন জন্মাষ্টমী পালিত হচ্ছে বাড়ি বাড়ি। বাদ যায়নি সেলিব্রেটিরাও।
হলুদ রঙের শাড়ি পড়ে গোপাল এবং কৃষ্ণকে সাজিয়ে পুজো দিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। জ্যাসমিন রায় সাদা লাল পাড় শাড়ি পরে তালের বড়া, নাড়ু সহ বড়ো করে পুজো দিলেন কৃষ্ণ ঠাকুরের। অন্যদিকে অভিনেত্রী গীতশ্রী রায়কে বাড়ির রাধা কৃষ্ণের মূর্তিতে মালা পড়িয়ে পুজো দিতে দেখা গেলো। অভিনেত্রীরা সেই সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন।
অপরিদকে আত্মীয়দের মধ্যে রাধা এবং কৃষ্ণ সাজিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে অভিনেতা রুবেল দাস জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান। সব মিলিয়ে টলিপাড়ায় প্রত্যেক টেলি অভিনেত্রীরাই সাড়ম্বরে জন্মাষ্টমী পালন করলেন নিজেদের ঘরে।