23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    বিয়ের পর প্রথম জন্মদিন , বরকে নিয়ে আবেগী পোস্ট শ্রুতির

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – চলতি বছরের জুলাই মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী জী বাংলার রাঙা বউ আর্থাৎ শ্রুতি। দীর্ঘদিনের প্রেমিক পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গেই গাঁটছড়া বেঁধেছেন। বিয়ের পর প্রথম জন্মদিন স্বর্ণেন্দুর কিভাবে পালন করলেন এই দিনটি?

    জন্মদিনে উপলক্ষ্য গঙ্গার পাড়ে একটি রিসোর্টে গিয়ে ছিলেন শ্রুতি এবং স্বর্ণেন্দু। সেই রিসোর্টেই কেক কেটে জন্মদিন পালন করেন শ্রুতি। রবিবার মধ্যরাতে স্বর্ণেন্দুর জন্মদিন সেলিব্রেটের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন,” শুভ জন্মদিন বর”।

    অভিনেত্রীর এই পোস্টে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন স্বর্ণেন্দু এবং অন্যান্য অনেক তারকা। এক ব্যক্তি লেখেন, “কী ভালো তোদের দুজনের জন্মমাস এক। খুব ভালো থাক দুজনে”।অন্য আরেক ব্যক্তি লিখেছেন, “শুভ জন্মদিন স্বর্ণ দা। খুব ভালো থেকো”। বর স্বর্ণেন্দু নিজে সেই পোস্টে কমেন্ট করে লেখেছেন, “সব কিছুর জন্য ধন্যবাদ। অনেক ভালোবাসি”।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img