23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ট্রেনে আগুন, অল্পের জন্যে রক্ষা পেলেন যাত্রীরা

    নিজস্ব প্রতিনিধি, মালদা – ডাউন বেঙ্গালুরু সুপার ফাস্ট ট্রেনে আগুন। শীতাতপ নিয়ন্ত্রিত বি-১ কোচে আগুন লাগে বলে জানা গিয়েছে। শেষ অবধি পাওয়া খবরে, মালদা স্টেশন ছাড়তেই ওই ট্রেনে আগুন ধরে যায়। এরপরেই তড়িঘড়ি ট্রেন থামান চালক। তবে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ডাউন বেঙ্গালুরু সুপার ফাস্ট ট্রেনটি। কিন্তু কেন কী করে লাগল আগুন? খতিয়ে দেখছে রেল।

    যা জানা যাচ্ছে, ২২৫০২ ডাউন ব্যাঙ্গালোর স্পেশাল সুপার ফাস্ট ট্রেনে আগুন। মালদা টাউন স্টেশনে ট্রেন ছাড়ার পরপরই বি-১ শীততাপ নিয়ন্ত্রিত কোচে আগুন দেখতে পান রেল কর্মীরা। এরপর জরুরি ব্রেক কষে ট্রেন থামান চালক। ফলে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান ট্রেন যাত্রীরা। জানা গেছে সেই ট্রেনটি গুয়াহাটি থেকে বেঙ্গালুরু যাচ্ছিল।

    এক্ষেত্রে, এক যাত্রী জানান, “আমরা ট্রেনে বসে ছিলাম, ট্রেনটি স্টেশন থেকে ছাড়ার পরে হঠাৎ থেমে যায়। প্রায় দেড় থেকে দুই ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। অনেক সমস্যায় পরতে হয়। জানতে পারি ট্রেনের কোন এক জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে। পরবর্তীতে ট্রেনে কোচ চেঞ্জ করে দাওয়া হয়”। যাত্রীদের কোন কিছু না হলেও, একটু হলেও সমস্যার মধ্যে পড়তে হয় যাত্রীদের।

    যদিও এই ঘটনায় অন্য বিশ্লেষণ দিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের। তিনি বলেন, “কোচের বাইরে থেকে ধোঁয়া দেখতে পাওয়া গিয়েছে। কোচের মধ্যে ধোঁয়া হলে, আতঙ্ক মানুষের মধ্যে ছড়িয়ে যেত, কিন্তু এরকম কিছু ঘটনা ঘটেনি, যেটায় বিপদ হতে পারে। যাত্রীদের যাতে আর কোনও অসুবিধার সম্মুখীন না হতে হয়, সেজন্য নতুন কোচে বসিয়ে আমরা ট্রেনটিকে তখনই চালানো শুরু করি”।

    চলতি বছরের মে মাসেই মালদার চাঁচোলের মালাহার স্টেশনে ট্রেনে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছিল। ধোঁয়া উঠতে দেখেছিলেন যাত্রীরা। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাটিহার থেকে মালদা আসছিল ট্রেনটি। আর এই ঘটনার ফলে বন্দে ভারত এক্সপ্রেসকে মালদার ভালুকায় স্টেশনে প্রায় ৩০ মিনিটের বেশি সময় আটকে থাকতে হয়েছিল। আর এবার ফের ঘটল সেই একই ঘটনা।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img