23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    লক্ষ্য স্থির! ২৪শে আধিপত্য বিস্তারে ছাত্র সমাবেশের মঞ্চ থেকে কোন অস্ত্রে শান দেবে তৃনমূল?

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা- আজ তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। ইতিমধ্যেই মঞ্চ প্রস্তুত। প্রস্তুত সৈনিকরাও। লক্ষ্যও স্থির। শুধু কমান্ডারের কমান্ড শোনা বাকি। সুতরাং বলাই বাহুল্য যে বিরোধীদের কোণঠাসা করতে রীতিমত উঠে পড়ে লেগেছে এরাজ্যের শাসকদল। তবে ‘অস্ত্র’ কি হবে? উত্তর হতে পারে INDIA জোট। যদিও তা ছাত্র সমাবেশের পর বোঝা যাবে। এদিন ধর্মতলা চত্বরে দুপুর বারোটা নাগাদ সভা শুরু হবে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার ছাত্র ছাত্রী এসে উপস্থিত হয়েছে সমাবেশ চত্বরে।

    সূত্রের খবর , এবার সমাবেশের থিম হল অ্যান্টি র‍্যাগিং প্রচার। তাই সেই হিসেবে বক্তব্যও পেশ করা হবে মঞ্চে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় আরও একবার সরব হবে এরাজ্যের শাসকদল। সমাবেশে বক্তব্য রাখবেন মমতা বন্দোপাধ্যায়অভিষেক বন্দোপাধ্যায়। এছাড়াও তৃণমূল কংগ্রেসের সমস্ত শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। জানা গেছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার থেকে প্রায় ৪০ হাজার মতো ছাত্রছাত্রী সমাবেশে যোগ দিতে চলেছে বলে সূত্রের খবর। এছাড়া তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ সূত্রের তরফে জানানো হয়েছে, এবার রেকর্ড সংখ্যক ছাত্রছাত্রী আসতে চলেছেন মুর্শিদাবাদ জেলা থেকে।

    আরও জানা গেছে, এবারের ছাত্র সমাবেশ থেকেই ২০২৪ এর লোকসভা নির্বাচনের অস্ত্রে শান দেবে তৃনমূল। দেশের শাসকদল বিজেপিকে হারাতে বেশকিছু দল একজোট হয়ে তৈরি করেছে INDIA জোট। এই জোট নিয়ে তৃনমূল সওয়াল করবে আজকের মঞ্চ থেকে। এই সভাতে INDIA জোটের সমর্থনে মঞ্চের সামনে ত্রিবর্ণ পোশাকে থাকবেন স্বেচ্ছাসেবকরা। সঙ্গে রয়েছে বড়ো বড়ো হোর্ডিং ও‌ ব্যানার। সব মিলিয়ে বেশ জাঁকিয়ে সভা করতে চলেছে তৃনমূল ছাত্র পরিষদ তা বলাই বাহুল্য।

    অন্যদিকে, সূত্রের খবর রবিবার সকাল ও সন্ধ্যা মিলিয়ে প্রায় ২০ হাজারের বেশি ছাত্র-ছাত্রী পৌঁছে গিয়েছে। শোনা যাচ্ছে মালদহ ও উত্তর ও দক্ষিণ দিনাজপুর থেকেও এবার বেশি সংখ্যক ছাত্রছাত্রী ইতিমধ্যেই এসে গেছে। জঙ্গলমহল থেকেও আসছে বহু ছাত্রছাত্রী। তাদের জন্য রয়েছে থাকার বিশেষ ব্যবস্থা। উত্তর কলকাতার প্রায় সমস্ত ধর্মশালা, ক্ষুদিরাম অনুশীলন সমিতিতে এই থাকার ব্যবস্থা করা হয়েছে। রয়েছে কার পার্কিং। তৃনমূলের পক্ষ থেকে এবারের সভায় জমায়েতের লক্ষ্যমাত্রা প্রায় আড়াই লক্ষ। 

    এই বিষয়ে ‘২৫তম বর্ষে লক্ষ্য চব্বিশ- এটাই আমাদের এবারের সভার মূল আঙ্গিক। মমতা বন্দ্যোপাধ্যায়মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়েরঅভি বক্তব্য শুনতে সকলে মুখিয়ে রয়েছেন। আমরা এই সমাবেশ সফল করতে সমস্ত রকম প্রস্তুতি নিয়ে রেখেছি।’

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img