23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    অযোধ্যা বাবার ঘোষণার জেরে চেন্নাই জুড়ে জারি কড়া নিরাপত্তা

    নিজস্ব প্রতিনিধি , চেন্নাই – গত ৩ দিন আগেই সনাতন ধর্মের সঙ্গে ডেঙ্গু ও ম্যালেরিয়ার তুলনা করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পুত্র উদয়ানিধি স্ট্যালিন। এরপরই দেশজুড়ে বিতর্কের ঝড় ওঠে। কিন্তু তীব্র বিতর্কের মধ্যেও নিজের মন্তব্যে এখনও অনড় উদয়ানিধি স্ট্যালিন। ক্ষমা প্রার্থনা তো দূর , উল্টে পাল্টা একেরপর এক বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন স্ট্যালিন পুত্র। এরমধ্যেই রক্ত জল করা হুঁশিয়ারি দিয়েছেন অযোধ্যা বাবা। স্ট্যালিন পুত্রের মাথা কেটে দিলে ১০ কোটি আর্থিক পুরস্কার দেওয়া হবে , এমনটাই ঘোষণা করেছেন অযোধ্যার তপস্বী ছাউনী মন্দিরের মহন্ত পরমহংস দাস

    এদিন তীব্র বিতর্কের মধ্যেও উদয়ানিধি স্ট্যালিন বলেন, ‘আমি আবারও বলছি আমি শুধুমাত্র সনাতন ধর্মের সমালোচনা করেছি। আমার মতে সনাতন ধর্মকে নির্মূল করা উচিত। এটা আমি সবসময় বলব। কয়েকজন দাবি করছেন আমি নাকি গণহত্যার কথা বলেছি। এর প্রেক্ষিতে অন্যরা বলছেন যে দ্রাবিড় জাতিকে বিলুপ্ত করে দেওয়া উচিত। তার মানে কি ডিএমকিয়ানদের হত্যা করা উচিত?’

    তিনি আরও বলেন, ‘ প্রধানমন্ত্রী মোদি যখন কংগ্রেস মুক্ত ভারতের কথা বলেন, তার মানে কি তিনি কংগ্রেসিদের হত্যা করার কথা বলেন? সনাতন কি? সনাতন মানে কিছু পরিবর্তন করা উচিত নয়। কিন্তু দ্রাবিড় মডেল পরিবর্তনের ডাক দেয় এবং বলে, সবার সমান সম্মান পাওয়া উচিত। বিজেপি আমার বক্তব্যের অপব্যাখ্যা করে ভুয়ো খবর ছড়াচ্ছে। যদিও এটা তাদের কাছে স্বাভাবিক কাজ’। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পুত্রর বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়।

    উল্লেখ্য, ‘সনাতন অ্যাবলিশন কনফারেন্সে’ নামের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন উদয়ানিধি স্ট্যালিন। ওই অনুষ্ঠানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পুত্র বলেন, ‘কিছু জিনিসের কখনও প্রতিবাদ করা যায় না। আসলে সেগুলির অবলুপ্তি ঘটানো দরকার। আমরা ডেঙ্গু, মশা, ম্যালেরিয়া বা করোনার বিরোধিতা করি না। আমরা তা নির্মূল করি। ঠিক একই ভাবে আমাদের সনাতন ধর্মকে নির্মূল করতে হবে’।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img