23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ৩০ কোটির তছরুপের মামলায় গ্রেফতার বিশ্বভারতীর ছাত্রী

    নিজস্ব প্রতিনিধি, বীরভূম- আর্থিক প্রতারণা মামলায় গ্রেফতার বিশ্বভারতীর সংগীত ভবনের ছাত্রী। ৩০ কোটির বেশি আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে এই ছাত্রীর বিরুদ্ধে। ছাত্রীর নাম ঈশিতা শীল। সে সংগীত ভবনের স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষে পাঠরতা।

    সূত্রের খবর, রবিবার ভোরে পশ্চিম গুরুপল্লির একটি বাড়ি থেকে অভিযুক্ত ঈশিতা শীলকে গ্রেফতার করেছে বোলপুর থানার পুলিশ৷ আগেই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিলো। তবে এতদিন ফেরার ছিল ঈশিতা। অবশেষে বোলপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করল। এদিন অভিযুক্তকে বোলপুর মহকুমা আদালতে তোলা হয়। ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

    প্রসঙ্গত, সম্প্রতি একটি আর্থিক তছরুপের ঘটনা সামনে আসে। এই ঘটনায় শুভ্রায়ণ শীল নামে একজনকে গ্রেফতার করা হয়। ধৃত ছাত্রীর দাদা এই শুভ্রায়ণ । অভিযোগ উঠেছিলো ‘এসএস কনসালটেন্সি’ নামে একটি সংস্থার আড়ালে প্রতারণার ছক কষেছিলেন শুভ্রায়ণ। প্রায় ৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ তাঁর বিরুদ্ধে। এই ঘটনায় তদন্তে নেমে পুলিশ জানতে পারে প্রায় ১৫০ জন যুবকের কাছ টাকা হাতায় শুভ্রায়ণ। এবার সেই মামলাতেই গ্রেফতার করা হল শুভ্রায়ণের বোন ঈশিতাকে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img