নিজস্ব প্রতিনিধি , কলকাতা – বর্ষার আগমনের পর থেকেই কখনও মেঘ কখনো সূর্যের খেলা চলছে বঙ্গে। এবার আগামী ২৪ ঘণ্টা দক্ষিণ বঙ্গে মেঘলাময় আকাশের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। যার জেরে ভ্যাপসা গরম থেকে খানিকটা হলেও স্বস্তি মিলবে রাজ্যবাসীর। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে।
সূত্রের খবর , এদিন আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। জানানো হয়েছে, বৃষ্টির পরিমাণ বৃহস্পতিবার থেকেই বাড়বে। এবং তা শনিবার পর্যন্ত চলতে পারে। দক্ষিণ বঙ্গের দক্ষিণ ২৪ পরগণা , উত্তর ২৪ পরগণা , হুগলী , হাওড়া, কলকাতা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া , বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ নদীয়া এবং মেদিনীপুরসহ বেশ কিছু এলাকায় বৃষ্টি হবে। মৌসুমি অক্ষরেখা জেরেই টানা বৃষ্টিপাত চলছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে বৃষ্টির সঙ্গে বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। যদিও তাপমাত্রা খানিকটা নিচের থাকতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
অন্যদিকে, শুধু দক্ষিণবঙ্গেই নয় উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। এই তালিকায় রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বেশ কিছু এলাকা। মৌসুমী অক্ষরেখাটি মিজোরামের উপর থেকে সরে উত্তর প্রদেশ থেকে অসম পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে। এই কারনেই বৃষ্টি। তবে দক্ষিণ বঙ্গের মতোই উত্তরবঙ্গেও শনিবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে বলে জানা গেছে।