নিজস্ব প্রতিনিধি , মুম্বই – গত মাসে মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের নতুন ছবি ‘ওএমজি-২‘। এই ছবি নিয়ে নানা বির্তক হয়েছিল। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন পাওয়া নিয়েও সিনেমার রিলিস ডেট পেছন হয়েছিল। তবে ২ বছর পর তার ‘ওএমজি-২’ বক্স অফিসে ১৫০ কোটি ব্যবসা করছে। বছরের শুরুতে ‘সেলফি‘ ব্যর্থ হয়েছিল। চন্দ্রযান-৩ এর সফল লান্ডিংয়ের পর এও শোনা যাচ্ছিল তিনি চন্দ্রযান-৩ নিয়ে শীঘ্রই সিনেমা আসছে।
তবে পাকাপাকিভাবে শোনা যাচ্ছে ‘ওয়েলকাম’ পার্ট থ্রি শীঘ্রই আসতে চলেছে। ‘ওয়েলকাম’ পার্ট থ্রি নাম হতে চলেছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। ছবিতে অভিনয় করতে দেখা যাবে অক্ষয় কুমার, জ্যাকলিন ফার্নান্ডেজ, রবিনা ট্যান্ডন, দিশা পাটানি, পরেশ রাওয়াল, সুনীল শেট্টি, আরশাদ ওয়ারসি ও লারা দত্ত। সূত্রের খবর অনুযায়ী ‘গোলমাল’ এর শ্রেয়স তলপড়ে ও তুষার কাপুর কেও দেখা যাবে ‘ওয়েলকাম’ পার্ট থ্রিতে।
পর পর কাজ করবেন অক্ষয় কুমার। প্রথমে ‘ওয়েলকাম-৩’, তারপর ‘হেরা ফেরি-৪’ ও ‘আওয়ারা পাগল দিওয়ানা-২’। তবে ‘জলিএলএলবি-৩’ এবং ‘হাউসফুল-৫’-এর শ্যুটিং শেষ করবেন আগে। ‘বড়ে মিঞ্চা ছোটে মিঞা’ ও ‘দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ’ ছবি দুটির মুক্তির অপেক্ষায় আছেন অভিনেতা।
কিছুদিন আগে আরশাদ ওয়ারসি এক সাক্ষাৎকারে জানান,” ছবির কাস্ট থেকে শুরু করে বাজেট সব কিছুই বিশাল হতে চলেছে। ক্লাইম্যাক্সের দৃশ্যে থাকবে বিশাল চমক”। তবে নানা পাটেকর ও অনিল কাপুর ‘ওয়েলকাম’ পার্ট থ্রিতে থাকছেন না। এই খবর শুনে দর্শকরা কিছুটা হলেও আশাহত হয়েছেন। তবে শোনা গিয়েছিল তারা এতটাই পারিশ্রমিক চেয়েছেন যে সিনেমা থেকে।