23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    এলাকায় আরডিএক্স ঢুকছে আর পুলিশ কি ঘুমোচ্ছে? দত্তপুকুর থেকে প্রশাসনকে তীব্র ভৎসনা অধীরের

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা- রবিবার দত্তপুকুরের বাজি কারখানায় বিস্ফোরণে ঘটনায় চারিদিকে এখন শুধুই হাহাকার। আত্মীয় হারানোর যন্ত্রনা। ইতিমধ্যেই ৯ জনের মৃত্যু ঘটেছে। আহতদের তালিকা আরও লম্বা। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে। মুখ্যমন্ত্রীর নির্দেশে কড়া তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে এনআইএ‘র প্রতিনিধি দলও পরিদর্শন করেছে এই এলাকা। একাধিক রাজনৈতিক দল বিস্ফোরণের এলাকা পরিদর্শনে গেছেন। এবার এই তালিকায় যোগ হল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নাম। 

    সূত্রের খবর , সোমবার বিকেলে অধীর রঞ্জন চৌধুরী বিস্ফোরণের এলাকা পরিদর্শনে যান। আহত ও নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন। কথা বলেন। তবে এর সঙ্গে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আঘাত হানতে ভোলেননি তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন , তদন্ত করলে বোঝা যাবে এর পিছনে কে বা কারা রয়েছে। টেররিস্ট নাকি অন্য কেউ। আর যদি টেররিস্ট হয়ে থাকে তাহলে এখানকার প্রশাসন কি করছিলো? এতো আরডিএক্স এলো কি করে? এই বিষয়ে মু্খ্যমন্ত্রী চুপ কেন?

    এরপরেই অধীর বলেন , মুখ্যমন্ত্রী মুম্বই যাচ্ছেন অমিতাভ বচ্চনকে রাখি পরাতে অথচ দত্তপুকুরের ভাইদের কথা মনে পড়ে না। কি অপরাধ করেছে তারা।

    প্রসঙ্গত , রবিবার দত্তপুকুরে বিস্ফোরণের ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। বিরোধী রাজনৈতিক দলগুলি এনআইএ তদন্তের দাবি তুলছে। তবে রাজ্যের শাসক দল পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে। তাদের দাবি, পুলিশ সচেষ্ট থাকলে কখনও এই ধরনের ঘটনা ঘটে না‌। তবে এই ঘটনায় পুলিশকে দ্রুত তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে মু্খ্যমন্ত্রীর তরফে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img