নিজস্ব প্রতিনিধি , কলকাতা – ২০১৩ সালে স্টার জলসার ‘বোঝেনা সে বোঝেনা’ টিভি সিরিয়াল দিয়ে টলিউডে পা দিয়ে পা রাখেন। তারপর ক্রমে ক্রমে বড় পর্দায় একের পর এক সিনেমায় অভিনয় করতে থাকেন যশ। সম্প্রতি মুম্বইয়ে পাড়ি দিয়েছেন যশ। ‘ইয়াঁরিয়া-২‘ ছবিতে অভিনয় করছেন। তার বিপরীতে দেখা যাবে দিব্যা খোলসা কুমারকে।
আগামীতে ২০ অক্টোবর ‘ইয়াঁরিয়া-২’ মুক্তি পেতে চলছে। প্রথমবার বলিউডে কাজ করছেন যশ। সম্প্রতি যশ এবং দিব্যাকে কালীঘাট মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছিল। শুধু তাই না কলকাতার বেশ কিছু জায়গায় তাদের দুজনকে দেখা যায়। ইতিমধ্যেই এই সিনেমার টিজার লঞ্চ হয়ে গিয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে যশ কে প্রশ্ন করা হয় নুসরতের প্রতিক্রিয়া কেমন এই সিনেমা নিয়ে। সেই উত্তরে যশ জানান,” নুসরাতকে আমি গল্প বলেছি। সে সিনেমাটি দেখতে খুব আগ্রহী। সিনেমায় আমার চরিত্র তার বেশ ভালো লেগেছে। আমার কাছে নুসরাত সবচেয়ে বড় সাপোর্ট”।
আরেক এক প্রশ্ন করা হয় যশকে বাঙালি শিল্পীরা যে একে অপরকে খুবই সাপোর্ট করে। সেইরকম সাপোর্টের কি অভাব রয়েছে টলিউডে? সেই প্রশ্নের উত্তরে তিনি বললেন,” একদমই তাই। বাঙালি হয়ে বলিউডে পরিচিতি পাচ্ছে সেটা অনেক গর্বের বিষয়। সকলে ব্যক্তিগত প্রতিযোগিতায় ব্যস্ত থাকলে আমরা কোনোদিন একসঙ্গে একটা টলিউড ইন্ডাস্ট্রিকে বড় করতে পারব না। বাইরে কিন্তু সবাই একে অপরকে খুব সাপোর্ট করে। এখানে সবাই শুধু ক্যামেরার সামনেই বলে ইন্ডাস্ট্রির একজোট হওয়ার কথা বলে। বাস্তবে এটি কেউ করে দেখায় না”।
প্রসঙ্গত , কিছু বছর অভিনেত্রী নুসরাত জাহান জানান, ‘নিখিল জৈনের সঙ্গে বিয়ে নয় , সহবাস করেছি”। তারপরই নানা বিতর্কে উঠে আসে তার নাম। এরই মধ্যে অন্তসত্ত্বা হন নুসরাত। তারপরই তার সঙ্গে যশের নাম জড়ায়। পড়ে দুজনে দুজকে স্বামী স্ত্রীর পরিচয় দেয়। তবে সেই নিয়ে নেটিজেনরা ট্রলিং করা এখনো ছাড়েননি।