23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ভ্রষ্টাচার-দুর্নীতিগ্রস্থ-পরিবারতন্ত্ররা মিলে এই জোট করছে , ইন্ডিয়াকে কটাক্ষ শুভেন্দুর

    নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি – আর হাতে গোনা চারদিন। তারপরেই ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন। আর সেই উপলক্ষ্যে এদিন বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের কদমতলা বিবেকানন্দ ক্লাবের মাঠে জনসভা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এদিন এখান থেকেই তিনি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানান।

    এদিন শুভেন্দু অধিকারী বলেন,’ নারী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া মোদিজীর লক্ষ্য। তাই ধূপগুড়িতে বীর নারীকে প্রার্থী করা হয়েছে। এদিকে অপর্দাথ পিসি ভাইপো ধূপগুড়ির মত গুরুত্বপূর্ণ জায়গাকে এখনও মহকুমা করেনি। এমনকি এখনকার হাসপাতালের এমন অবস্থা সেখানে রোগী গেলে তাকে রেফার হতে হয়। আর না হলে পথেই মরতে হয়। এদিকে পশ্চিমবঙ্গে আয়ুস্মান ভারত লাগু করতে দেয়নি মুখ্যমন্ত্রী।’

    এরপরেই তিনি বলেন,’ক্যলানীতে এইমস করেছেন প্রধানমন্ত্রী। উওরবঙ্গে এইমসের জন্য জায়গা চেয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রী জায়গা দেবেন না। আসলে উত্তরবঙ্গে এইমস হোক চান না মুখ্যমন্ত্রী। নলবাহিত পানীয় জল প্রকল্পের জন্য ৮ হাজার কোটি টাকা মুখ্যমন্ত্রীকে এই প্রকল্পের জন্য দিয়েছে কেন্দ্র। কিন্তু তিনি সেই সুবিধা এখানে দেননি। এছাড়াও উজ্জ্বলা গ্যাস, কৃষক ভাতা এসব তো আছেই।’

    তিনি এদিন ইন্ডিয়া জোটকেও কটাক্ষ করেন। তিনি বলেন,”লোকসভা নির্বাচনকে সামনে রেখে মূলায়ম সিং, লালু প্রসাদ যাদব, ২, ৩,৪ জি পার্টি এক হয়েছে। এরা পরিবারবাদী পার্টি। মোদী এদের চুরি ধরেছে তাই পরিবারবাদীরা এক হয়েছে মুম্বাইতে। আজ তৃতীয় পার্টি হচ্ছে। এরা ভ্রষ্টাচারী, দুর্নীতি বাদী।”

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img